ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

পঞ্চম পারমাণবিক অস্ত্র সমৃদ্ধ দেশ হবে পাকিস্তান

প্রকাশিত: ০৮:৪০ এএম, ২২ অক্টোবর ২০১৫

বিশ্বের পঞ্চম পারমাণবিক অস্ত্র সমৃদ্ধ দেশ হতে চলেছে পাকিস্তান। মার্কিন যুক্তরাষ্ট্রের এটমিক সাইন্টিস্টের বুলেটিনে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, যেভাবে দ্রুতগতিতে দেশটি পারমাণবিক কর্মসূচি বৃদ্ধি করছে তাতে আগামী ২০২৫ সালের মধ্যে পাকিস্তান বিশ্বের পঞ্চম পারমাণবিক শক্তিধর দেশে পরিণত হবে। খবর এনডিটিভির।
 
এটমিক সাইন্টিস্টের এ প্রতিবেদনটি এমন এক সময় প্রকাশ করা হলো যার একদিন আগেই পাকিস্তানের প্রধানমন্ত্রী জানান, প্রতিবেশি ভারতের আক্রমণ ঠেকানোর জন্যই ইসলামাবাদ পারমাণবিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

পাকিস্তানি নিউক্লিয়ার ফোর্সেস ২০১৫ শিরোনামে ওই প্রতিবেদনে বলা হয়েছে, ২০১১ সালে পাকিস্তানের ৯০ থেকে ১১০টি পারমাণবিক অস্ত্র মজুদ থাকলেও এখন তা ১১০ থেকে ১৩০ টিতে দাঁড়িয়েছে।

প্রতিবেদনে আরো বলা হয়েছে, ২০২৫ সালের মধ্যে দেশটির ২২০ থেকে ২৩০ টি অস্ত্র মজুদের সম্ভাবনা রয়েছে। গত ২০ বছরের ইসলামাবাদের রেকর্ড এবং সাম্প্রতিক পারমাণবিক কর্মকাণ্ডের ওপর ভিত্তি করে এমনটাই মনে হচ্ছে।

হ্যান্স এম. ক্রিস্টেনসেন এবং রবার্ট এস নরিসের ওই প্রতিবেদনে আরো বলা হয়েছে, উৎক্ষেপণ পদ্ধতির উন্নয়ন, চারটি নতুন প্লুটোনিয়াম অপারেশন রিঅ্যাক্টর এবং ইউরেনিয়াম সমৃদ্ধ করছে পাকিস্তান। ফলে আগামী দশ বছরে দেশটি পারমাণবিক অস্ত্রের মজুদ আরো বৃদ্ধি করবে। এছাড়া এটি আরো বিভিন্ন বিষয়ের ওপর নির্ভর করবে।

এসআইএস/পিআর