ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টায় ৭৪৯ জনের প্রাণ কাড়ল করোনা

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০৪:০০ পিএম, ০৭ জুন ২০২০

মার্কিন যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৭৪৯ জনের প্রাণহানি ঘটেছে। জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের এক পরিসংখ্যানে এ তথ্য জানানো হয়েছে।

রোববার বাল্টিমোরভিত্তিক এই বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ তথ্য বলছে, এ নিয়ে দেশটিতে প্রাণহানির সংখ্যা ১ লাখ ৯ হাজার ৭৯১ জনে পৌঁছেছে। এছাড়া আক্রান্ত মানুষের সংখ্যা ছাড়িয়েছে ১৯ লাখ। তবে দেশটিতে এখন পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন প্রায় ৫ লাখ মানুষ।

বিশ্বে করোনাভাইরাসের ভয়াল থাবায় সর্বোচ্চ সংক্রমণ এবং মৃত্যু ঘটেছে যুক্তরাষ্ট্রে। ইউরোপের দেশ ফ্রান্স, ইতালি এবং স্পেনের মতোই যুক্তরাষ্ট্রে গড় মৃত্যু হার অন্যান্য দেশের তুলনায় বেশি।

গত শুক্রবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র মহামারির বড় ধাক্কা পেরিয়েছে। একই সঙ্গে তিনি দেশটির প্রত্যেক রাজ্যের গভর্নরকে লকডাউনের বিধি-নিষেধ শিথিল করার আহ্বান জানিয়েছেন।

গত এপ্রিলের মাঝের দিকে দেশটিতে করোনায় একদিনে সর্বোচ্চ ৩ হাজার মানুষের প্রাণহানি ঘটে। বর্তমানে তা কমে এসেছে। গত কিছুদিন ধরেই দিনে ৮০০ থেকে এক হাজার মানুষ মারা যাচ্ছেন এবং নতুন করে আক্রান্ত হচ্ছেন ২০ হাজারের বেশি।

কিন্তু দেশটির চলমান কৃষ্ণাঙ্গ বিক্ষোভের কারণে করোনার সংক্রমণ আবারও বেড়ে যেতে পারে বলে দেশটির স্বাস্থ্য কর্মকর্তারা উদ্বেগ প্রকাশ করেছেন। আগামী কয়েক সপ্তাহের মধ্যে করোনা সংক্রমণ এবং মৃত্যু আবারও এপ্রিলের ধারায় ফিরতে পারে বলে সতর্ক করে দিয়েছেন তারা।

সূত্র: এএফপি, রয়টার্স।

এসআইএস/এমএস