ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্ত ১৯ লাখের বেশি

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০৫:০১ পিএম, ০৪ জুন ২০২০

যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্তের সংখ্যা ১৯ লাখ ছাড়িয়ে গেছে। ওয়ার্ল্ডওমিটারের পরিসংখ্যান বলছে, দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ১৯ লাখ ১ হাজার ৭৮৩।

এর মধ্যে মারা গেছে ১ লাখ ৯ হাজার ১৪২ জন। তবে দেশটিতে ইতোমধ্যেই সুস্থ হয়ে উঠেছে ৬ লাখ ৮৮ হাজার ৬৭০ জন। সেখানে বর্তমানে করোনার অ্যাক্টিভ কেস ১১ লাখ ৩ হাজার ৯৭১টি।

করোনায় আক্রান্ত হয়ে আশঙ্কাজনক অবস্থায় রয়েছে ১৬ হাজার ৯৩৯ জন। দেশটিতে করোনায় আক্রান্ত ও মৃত্যু বেড়েই চলছে।

গত ডিসেম্বরে এই প্রাণঘাতী ভাইরাসের উপস্থিতি প্রথম ধরা পড়ে চীনে। এরপর থেকে তা বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে।

এখন পর্যন্ত করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু দেখেছে যুক্তরাষ্ট্র। দেশটির ৫০টি অঙ্গরাজ্যেই করোনার প্রকোপ ছড়িয়ে পড়েছে।

এদিকে, জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বলছে, যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে ১৯ হাজার ৬৯৯ জন। অপরদিকে মারা গেছে ৯৯৫ জন।

এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্ত ও মৃত্যুতে শীর্ষে রয়েছে নিউইয়র্ক অঙ্গরাজ্য। ওই অঙ্গরাজ্যে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ৩ লাখ ৮২ হাজার ৮৩৭ জন। এর মধ্যে মারা গেছে ৩০ হাজার ১৬৪ জন।

টিটিএন/পিআর