ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

পাকিস্তানে বিমান হামলা ও সংঘর্ষে নিহত ৩৯

প্রকাশিত: ০৬:৪৭ এএম, ০২ নভেম্বর ২০১৪

পাকিস্তানের উপজাতীয় অঞ্চলে শনিবার পৃথক বিমান হামলা ও সংঘর্ষে ছয় সেনা সদস্য ও ৩৩ বিদ্রোহী নিহত হয়েছে। খবর ডননিউজের।

নিরাপত্তা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, শনিবার বারা এলাকার নালা-মালিকদীন খেল, আক্কাখেল ও সিপাহ এলাকায় সেনাবাহিনীর চালানো বিমান ও হেলিকপ্টার হামলায় ১৩ বিদ্রোহী নিহত ও আটজন আহত হয়েছে। ওই হামলায় বিদ্রোহীদের পাঁচটি গোপন আস্তানা ধ্বংস করা হয়েছে বলেও জানানো হয়েছে।

একই দিন বারা ও তিরাহ এলাকায় পৃথক দুই সংঘর্ষের ঘটনায় দুই সেনা সদস্য নিহত হয়েছে। এ ছাড়া বারার অপর স্থানে বন্দুকযুদ্ধে পাঁচ সেনা আহত হয়েছে বলে জানা গেছে। এদিকে উত্তর-পশ্চিমাঞ্চলীয় ওরাকজাই এলাকায় শনিবার সংঘর্ষে অন্তত ২০ বিদ্রোহী ও চার সেনা সদস্য নিহত হয়েছে।