ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

অটোরিকশায় হাত ধোয়ার ব্যবস্থা রেখে প্রশংসায় ভাসছেন চালক

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০৮:২৭ পিএম, ০২ জুন ২০২০

ভারতে ভয়াবহ আকার ধারণ করেছে করোনাভাইরাস (কোভিড-১৯)। প্রাণঘাতী এ ভাইরাসের সংক্রমণ রোধে বারবার ভালো করে হাত ধোয়ার ব্যাপারে তাগিদ দিচ্ছে দেশটির জনস্বাস্থ্য সংস্থাগুলো। তারপরও এ ব্যাপারে সচেতন হচ্ছে না সাধারণ মানুষ।

নিয়মিত যথাযথভাবে হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে অসংখ্য ভিডিও বার্তা দিচ্ছেন তারকারা। কিন্তু এতেও কোনো কাজ হচ্ছে না। এরই মধ্যে ভারতের কেরালার এক অটোরিকশাচালকের উদ্যোগে হাত ধোয়ার ব্যাপারে অনুপ্রাণিত হয়েছেন অনেকেই।

এক ভিডিওতে দেখা গেছে, যাত্রী তোলার আগে তাকে ভালোভাবে হাত ধুয়ে নিতে বলছেন এক অটোরিকশার চালক। হাত ধোয়ার জন্য তিনি অটোরিকশায় হ্যান্ডওয়াশ ও পানির ব্যবস্থা করেছেন। ওই যাত্রী হ্যান্ডওয়াশ ও পানি নিয়ে হাত পরিষ্কার করার পর অটোরিকশায় ওঠেন।

সম্প্রতি ভিডিওটি টুইটারে ভাইরাল হয়। করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ রোধে যাত্রীদের সচেতন করতে  অটোরিকশায় হ্যান্ডওয়াশ ও পানির ব্যবস্থা রাখায় প্রশংসায় ভাসছেন ওই চালক।

গত পাঁচ দিন আগে ভিডিওটি ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটকে শেয়ার করা হয়। এটা দেখে কয়েক হাজার মানুষ মুগ্ধ হয়ে প্রশংসা করেছেন।

ভিডিওটি নজর এড়ায়নি কেরালার বিশিষ্ট ব্যবসায়ী হর্ষ গোয়েঙ্কার। তিনিও ভিডিওটি শেয়ার দিয়ে অটোরিকশাচালকের এ উদ্যোগের প্রশংসা করেন। তবে ঠিকঠাকভাবে মাস্ক না লাগানোয় ওই অটোরিকশাচালক ও তার যাত্রীর সমালোচনাও করেছেন অনেকে।

ভারতে ২ লাখেরও বেশি মানুষ চীন থেকে ছড়িয়ে পড়া মহামারি করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছে। এতে মৃত্যু হয়েছে ৫ হাজার ৬২৮ জনের। প্রায় দুই মাসের কঠোর লকডাউন সত্ত্বেও ভারতের বাণিজ্যিক রাজধানীখ্যাত মুম্বাইয়ে করোনার ভয়াবহ প্রকোপ শুরু হয়েছে। দেশটির মোট করোনা রোগী এক চতুর্থাংশই মুম্বাইয়ের।

এমএসএইচ/পিআর