ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

মিনায় নিহত হাজির সংখ্যা বেড়ে ২১৬৫

প্রকাশিত: ০৪:৩৭ এএম, ২১ অক্টোবর ২০১৫

সৌদি আরবের মিনায় পদদলিত হয়ে নিহত হাজির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে দুই হাজার একশ’ ৬৫ জন।বিশ্বের ৩০টি দেশের হাজির এ ঘটনার শিকার হয়েছেন বলে বিভিন্ন দেশের দেয়া তথ্যের ভিত্তিতে এ সংখ্যা জানা গেছে। খবর এএফপির।

সৌদি সরকার ৭৭০ জন হাজি নিহতের কথা বলেছিল।ইরান বলছে, মিনায় অন্তত ৪ হাজার ৭০০ হাজি নিহত হয়েছেন। হাজি নিহতের দিক থেকে সবার আগে রয়েছে ইরান। ইরানি হাজি মারা গেছেন ৪৬৪ জন। এরপরেই রয়েছে নাইজেরিয়া। দেশটির হাজি নিহত হয়েছেন ১৯৯ জন।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, নিহত বাংলাদেশি হাজির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩৭ জনে। এ ঘটনায় এখনো নিখোঁজ আছেন ৫৩ জন।

গত ২৪ সেপ্টেম্বর মক্কার মিনায় হজ্জের শেষ সময় শয়তানকে লক্ষ্য করে পাথর ছুঁড়তে যাওয়ার পথে পদদলিত হয়ে শত শত হাজি মারা যান।

এর আগে পবিত্র মসজিদুল হারামে বিশাল একটি ক্রেন ভেঙে অন্তত একশ’ ১০ জন নিহত ও দুইশ’র বেশি হাজি আহত হয়েছিলেন। এছাড়া, ২১ সেপ্টেম্বর দুটি হোটেলে আগুন লাগার ঘটনায় বহু হাজি আহত হন। এসব ঘটনায় সৌদি আরব মারাত্মক সমালোচনার মুখে পড়েছে।

জেডএইচ/পিআর