মেক্সিকোতে মৃতের সংখ্যা ১০ হাজার ছুঁই ছুঁই
মেক্সিকোতে করোনায় আক্রান্ত ও মৃত্যু লাফিয়ে লাফিয়ে বাড়ছে। দেশটিতে এরই মধ্যে মৃতের সংখ্যা ১০ হাজারের কাছাকাছি হয়ে গেছে।
নতুন করে দেশটিতে আক্রান্তের সংখ্যা ৩ হাজার ২২৭। অপরদিকে একদিনেই মারা গেছে ৩৭১ জন। এক সপ্তাহে দেশটিতে মৃতের সংখ্যা দ্বিগুন হয়েছে।
এখন পর্যন্ত দেশটিতে মারা গেছে ৯ হাজার ৪১৫ জন। লাতিন আমেরিকার দেশগুলোর মধ্যে ব্রাজিলের পরে মৃতের সংখ্যায় এগিয়ে আছে মেক্সিকো।
দেশটিতে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৮৪ হাজার ৬২৭। ইতোমধ্যেই সেখানে করোনা থেকে সুস্থ হয়ে উঠেছে ৫৯ হাজার ৬১০ জন।
দেশটিতে বর্তমানে করোনার অ্যাক্টিভ কেস ১৫ হাজার ৬০২। অপরদিকে ৩৭৮ জনের অবস্থা এখনও আশঙ্কাজনক। সোমবার থেকে সীমিত পরিসরে দেশটিকে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান খুলে দেওয়ার ঘোষণা দিয়েছে সরকার।
এদিকে, লাতিন আমেরিকার অন্যান্য দেশগুলোকে পেছনে ফেলে আক্রান্ত ও মৃত্যুতে এগিয়ে আছে ব্রাজিল। গত ২৪ ঘণ্টায় দেশটিতে আরও ১ হাজার ১২৪ জন করোনা রোগী প্রাণ হারিয়েছেন। এ নিয়ে সেখানে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ৮৭৮ জন।
একই সময় নতুন রোগী শনাক্ত হয়েছেন ২৬ হাজার ৯২৮ জন। ফলে সেখানে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪ লাখ ৬৫ হাজার ১৬৬ জনে।
তবে বিশেষজ্ঞরা বলছেন, পর্যাপ্ত সংখ্যক পরীক্ষা না করায় ব্রাজিলে প্রকৃত আক্রান্তের সংখ্যা জানা যাচ্ছে না। এটি সরকারি হিসাবের চেয়ে ১৫ গুণ বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে।
টিটিএন/এমএস