ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

দলিত দুই শিশুকে পুড়িয়ে হত্যা

প্রকাশিত: ০১:২৫ পিএম, ২০ অক্টোবর ২০১৫

ভারতের রাজধানী নয়াদিল্লির সাম্পেড গ্রামে দলিত সম্প্রদায়ের দুই শিশুকে পুড়িয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় ঠাকুর পরিবারের লোকজন ওই শিশুদের বাড়িতে সোমবার রাত দুইটার দিকে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। এ ঘটনায় আহত আরো একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। খবর এনডিটিভির।

নয়াদিল্লি থেকে ৪০ কিলোমিটার দূরের সাম্পেড গ্রামের জিতেন্দর পরিবারের সঙ্গে ওই ঠাকুর পরিবারের দীর্ঘদিন ধরে জমি নিয়ে দ্বন্দ্ব চলছিলো। এর আগে জিতেন্দর পরিবারের সব সদস্যকে হত্যার হুমকি দেয় ঠাকুর পরিবার।

জিতেন্দর বলেন, সোমবার রাত দুইটার দিকে তাদের বাড়িতে জানালা দিয়ে পেট্রোল ঢেলে দেওয়া হয়। এ সময় আগুনে পুড়ে তার আড়াই বছরের ছেলে বৈভব ও ১১ মাসের মেয়ে দিব্য নিহত হয়। এছাড়া তার স্ত্রী রেখা শরীরের ৭০ শতাংশ পুড়ে গেছে।

তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি। এদিকে, স্থানীয় সরকারের পক্ষ থেকে নিহতদের পরিবারকে ১০ লাখ রুপি করে ক্ষতিপূরণের ঘোষণা দেওয়া হয়েছে।

এসআইএস/আরআইপি