ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

করোনায় ‘বিপর্যস্ত’ ভারত থেকে নাগরিকদের ফিরতে বলল চীন

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১০:১১ এএম, ২৬ মে ২০২০

করোনা সংক্রমণ বাড়তে থাকায় ভারতে আটকে পড়া নাগরিকদের দেশে ফেরানোর সিদ্ধান্ত নিয়েছে চীন। সোমবার এ মর্মে নোটিশ দিয়েছে নয়াদিল্লির চীনা দূতাবাস।

দূতাবাসের নিজস্ব ওয়েবসাইটে প্রকাশিত নোটিশে বলা হয়েছে, ভারতে লকডাউনে আটকে পড়া শিক্ষার্থী, পর্যটক ও ব্যবসায়ীদের দেশে ফিরিয়ে নিতে চীন সরকার বিশেষ বিমানের ব্যবস্থা করেছে।যদিও ভারতের বিভিন্ন প্রান্তে বিচ্ছিন্ন হয়ে পড়া চীনা নাগরিকদের সঠিক সংখ্যা নোটিশে উল্লেখ করা হয়নি। তালিকায় রয়েছেন চীন থেকে ভারতে যোগ ব্যায়াম শিখতে আসা শিক্ষার্থী এবং বৌদ্ধ তীর্থযাত্রীরা।

আগ্রহী নাগরিকদের ২৭ মের মধ্যে এ বিষয়ে দূতাবাসের ওয়েবসাইটের মাধ্যমে নাম নথিভুক্ত করতে বলেও হয়েছে।তবে জানানো হয়নি কবে ও কোথা থেকে চীনের উদ্দেশে বিশেষ বিমান রওনা হবে।

চীনের ম্যান্ডারিন ভাষায় লেখা নোটিশে আরও জানানো হয়েছে যে, আগ্রহী চীনা নাগরিকদের বিমান ভাড়া এবং বাধ্যতামূলক ১৪ দিনের কোয়ারেন্টাইনের জন্য নির্ধারিত খরচ বহন করতে হবে।

তবে নোটিশে কড়াভাবে ইতিমধ্যে করোনা আক্রান্ত ব্যক্তিদের নাম নথিভুক্তিকরণের বিষয়ে নিষেধ করা হয়েছে। বলা হয়েছে, যাদের জ্বর, সর্দি-কাশি ও শ্বাসকষ্টের মতো উপসর্গ দেখা দিয়েছে, তাদের নাম নথিভুক্ত করা হবে না।

এমনকি, করোনা সংক্রমণজনিত সমস্যার কথা গোপন করা হলে এবং চীনে পৌঁছানোর পরে স্বাস্থ্য পরীক্ষায় তেমন কোনো উপসর্গ ধরা পড়লে সংশ্লিষ্ট নাগরিকের বিরুদ্ধে জননিরাপত্তা বিঘ্নিত করার জন্য যথাযোগ্য আইনি ব্যবস্থা নেয়া হবে বলেও সতর্ক করা হয়েছে নোটিশে।

এএইচ/জেআইএম