করোনায় ভারতের এইমস হাসপাতালের প্রবীণ চিকিৎসকের মৃত্যু
প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ভারতের অল ইন্ডিয়া ইন্সটিটিউট অব মেডিক্যাল সাইন্সের (এইমস) এক প্রবীণ চিকিৎসকের মৃত্যু হয়েছে। খবর এনডিটিভির।
ওই চিকিৎসকের নাম জিতেন্দ্র নাথ পান্ডে। তার বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি এইমস হাসপাতালের পালমোনোলজি বিভাগের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
পালমোনোলজি বিভাগে গত দু'সপ্তাহ ধরে করোনা রোগীদের চিকিৎসা দেয়া হচ্ছে। গত মঙ্গলবার জিতেন্দ্র নাথ পান্ডে এবং তার স্ত্রীর শরীরে করোনাভাইরাস পজিটিভ ধরা পড়ে।
এইমস হাসপাতালের পরিচালক ডা. রনদীপ গুলেরিয়া পিটিআইকে বলেন, তাদের শরীরে করোনার লক্ষণ সামান্য থাকায় তারা বাড়িতেই আইসোলেশনে ছিলেন।
রনদীপ গুলেরিয়া বলেন, আমরা তাকে সারাক্ষণ ফলো-আপের মধ্যে রেখেছিলাম। শনিবার রাতেও তিনি জানান যে, তার শরীর আগের চেয়ে অনেকটাই ভালো। তিনি রাতের খাবার খেয়ে ঘুমিয়েছিলেন। ঘুমের মধ্যেই তার মৃত্য হয়েছে।
টিটিএন/পিআর