ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

শরণার্থীদের ঢুকতে দিচ্ছে স্লোভেনিয়া ও ক্রোয়েশিয়া

প্রকাশিত: ০৬:০৪ এএম, ২০ অক্টোবর ২০১৫

ক্রোয়েশিয়ার সাথে সীমান্তে আটকে পড়া শরণার্থীদের বেশিরভাগকেই সেদেশে ঢুকতে দেয়া হয়েছে বলে দাবি করেছে স্লোভেনিয়ার সরকার। ক্রোয়েশিয়াও তার সীমান্ত শরণার্থীদের জন্য খুলে দিয়েছে বলে জানা গেছে। খবর বিবিসি।

ব্যাপক ঠাণ্ডা ও বৃষ্টির মধ্যে খোলা আকাশের নিচে প্রায় ৫ হাজারের মতো শরণার্থী সীমান্তে আটকে পড়েছিলেন। বিশেষ করে স্লোভেনিয়ার সীমান্তে এই শরণার্থীরা আটকে পড়েন।

ঠাণ্ডার কারণে শরণার্থীদের দুর্ভোগের এক করুন দৃশ্য তৈরি হয়। এ রকম পরিস্থিতিতে সীমান্তে কড়াকড়ি শিথিল করলো স্লোভেনিয়া ও ক্রোয়েশিয়া। তবে এখনো সীমান্তে রয়েছে নিরুপায় বহু শরণার্থী।

সিরিয়া থেকে আসা এক নারী বলেন, তিনি খোলা আকাশের নিচে রাত কাটিয়েছেন। তাদের সাথে পশুর মতো ব্যবহার করা হচ্ছে।

হাজার হাজার শরণার্থীর বেশির ভাগই আসছেন যুদ্ধবিধ্বস্ত সিরিয়া থেকে। আফ্রিকার কয়েকটি দেশ এবং আফগানিস্তান থেকে আসা মানুষজনও রয়েছে। যারা মূলত তুরস্ক হয়ে তারপর বলকান দেশগুলো পার হয়ে জার্মানি ও সুইডেন যাওয়ার চেষ্টা করছেন।

এর মধ্যেই ক্রোয়েশিয়া দুই ট্রেন ভর্তি শরণার্থীদের স্লোভেনিয়ার সীমান্তে পাঠিয়ে দেয়। সীমান্তে কড়াকড়ি আরোপ করে স্লোভেনিয়া। হাঙ্গেরি দক্ষিণের সীমানা বন্ধ করে দেয়। কে কত শরণার্থী নেবে সেই প্রতিশ্রুতি ভঙ্গ করা হচ্ছে বলে বলকান দেশগুলো একে অপরকে দোষারোপ করছে। স্লোভেনিয়ার সরকার এক্ষেত্রে মূলত ক্রোয়েশিয়াকে দোষারোপ করছে।

স্লোভেনিয়ার সরকারি দল সোশ্যাল ডেমোক্র্যাট পার্টির একজন নেতা তানিয়া ফেয়ন বলেন, শরণার্থীদের প্রবেশে সমন্বয় আনতে আলাপ চলছে।

তিনি বলেন, যত মানুষ সীমান্তে আসছেন তাদের সবাইকে সামাল দেয়া স্লোভেনিয়ার পক্ষে সম্ভব নয়। ক্রোয়েশিয়া বলছে তাদের অবস্থা আরও খারাপ।

ওদিকে ইওরোপে ঘনিয়ে আসছে ঠাণ্ডার মৌসুম।সীমান্তে কড়াকড়ি অব্যাহত থাকলে শরণার্থীদের দুরবস্থা চরমে পৌছাতে পারে বলে সতর্ক বার্তা দিয়েছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর।

এআরএস/পিআর