ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

ভারতে ৫০ হাজার অস্থায়ী কর্মী নিয়োগ দেবে অ্যামাজন

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০৪:৩৯ পিএম, ২২ মে ২০২০

ভারতে করোনাভাইরাস মহামারি নিয়ন্ত্রণে জারি করা লকডাউনের কারণে শুরুর দিকে বেশ চাপে পড়েছিল ই-কমার্স প্রতিষ্ঠানগুলো। তবে কড়াকড়ি শিথিলের পর থেকেই ব্যাপক হারে চাহিদা বেড়ে গেছে তাদের। এ কারণে পরিস্থিতি সামলাতে দেশটিতে ৫০ হাজার অস্থায়ী কর্মী নিয়োগের ঘোষণা দিয়েছে বিশ্বের অন্যতম বৃহৎ অনলাইন কেনাকাটার মাধ্যম অ্যামাজন।

সম্প্রতি যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠানটির সিনিয়র এক্সিকিউটিভ আখিল সাক্সেনা কোম্পানির ব্লগে বলেছেন, ‘আমরা ভারতজুড়ে ক্রেতাদের যা যা দরকার তা পৌঁছে দেয়ার ক্ষেত্রে সহযোগিতা অব্যাহত রাখতে চাই, যেন তারা সামাজিক দূরত্ব বজায় রাখে।’

এ উদ্যোগের মাধ্যমে ভারতে মহামারির মধ্যেও নিরাপদ পরিবেশে যত বেশি সম্ভব লোককে কর্মচঞ্চল রাখা সম্ভব হবে বলেও জানান তিনি।

নতুন নিযুক্ত কর্মীরা অ্যামাজনের গোডাউন ও পণ্য ডেলিভারিতে কাজ করবেন। অনেক প্রতিষ্ঠান যখন অর্থনৈতিক মন্দার কারণে কর্মী ছাটাইয়ের পথে হাঁটছে তখন ৫০ হাজার কর্মী নিয়োগের ঘোষণায় নজির সৃষ্টি হয়েছে বলে দাবি প্রতিষ্ঠানটির।

ভারতের বাজার ধরতে ওয়ালমার্টের মালিকানাধীন ফ্লিপকার্টসহ স্থানীয় ই-কর্মাস প্রতিষ্ঠানগুলোর সঙ্গে বেশ শক্ত প্রতিযোগিতার মুখে রয়েছে অ্যামাজন। সম্প্রতি ভারত সফরে গিয়ে ২০২৫ সালের মধ্যেই অন্তত ১০ লাখ লোককে চাকরি দেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন প্রতিষ্ঠানটির কর্ণধার বর্তমান বিশ্বের শীর্ষধনী জেফ বেজোস।

গত বৃহস্পতিবার অ্যামাজন জানিয়েছে, তারা ভারতে খাদ্য ডেলিভারির ব্যবসাও শুরু করতে যাচ্ছে।

সূত্র: রয়টার্স

কেএএ/জেআইএম