ব্যবসায় নিষেধাজ্ঞা তুলে দেয়ার নির্দেশ পাকিস্তানের সুপ্রিম কোর্টের
করোনাভাইরাসের বিস্তার রোধে শনিবার ও রোববার ব্যবসায়িক কার্যক্রমে নিষেধাজ্ঞা দিয়েছিল পাকিস্তান। তবে এর কোনও ‘যুক্তিসঙ্গত ব্যাখ্যা’ নেই মন্তব্য করে সরকারকে এ নিষেধাজ্ঞা তুলে দেয়ার নির্দেশ দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট।
সোমবার পাকিস্তানের প্রধান বিচারপতি গুলজার আহমেদের নেতৃত্বে দেশটির সর্বোচ্চ আদালতের একটি বেঞ্চ ব্যবসায়িক নিষেধাজ্ঞার ওপর রুল জারি করেন। তারা বলেন, ‘এমন কোনও যুক্তিসঙ্গত কারণ নেই যার ভিত্তিতে এই দুই দিন ব্যবসায়িক কার্যক্রম থেকে বাদ দেয়া হবে।’
এসময় দেশটির দক্ষিণাঞ্চলীয় সিন্ধ প্রদেশের সরকারকেও সেখানকার সব শপিংমলসহ ব্যবসা-বাণিজ্য চালু করার নির্দেশ দেন সুপ্রিম কোর্ট।
পাকিস্তানি সংবাদমাধ্যমের তথ্যমতে, দেশটিতে এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪৩ হাজার ১৫৮ জন। মারা গেছেন ৯২৩ জন। আর আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন প্রায় ১২ হাজার মানুষ। পাকিস্তানে করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত সিন্ধ ও পাঞ্জাব। দেশটির প্রায় অর্ধেক রোগীই এ দু’টি অঞ্চলে শনাক্ত হয়েছেন।
সূত্র: আল জাজিরা, দ্য ডন
কেএএ/