ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

ভারতে আন্তঃরাজ্য বাস চালুর অনুমতি

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০৮:৫৩ পিএম, ১৭ মে ২০২০

পারস্পরিক সম্মতির ভিত্তিতে আন্তঃরাজ্য বাস ও ব্যক্তিগত যান চলাচলের অনুমতি দিয়েছে ভারত। দেশটির কেন্দ্রীয় সরকার পরিবহন ব্যবস্থা চালুর এই সিদ্ধান্ত রাজ্যগুলো চাইলে নিতে পারবে বলে জানিয়েছে।

করোনার বিস্তার ঠেকাতে জারিকৃত লকডাউনের মেয়াদ তৃতীয় ধাপে আগামী ৩১ মে পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্তের পর আন্তঃরাজ্য বাস চলাচলের এই অনুমতি দিয়েছে দেশটির কেন্দ্রীয় সরকার।

এছাড়াও লকডাউনের বিধি-নিষেধ শিথিল করায় দেশটির প্রধান প্রধান স্পোর্টস কমপ্লেক্স ও স্টেডিয়াম খুলে দেয়া যেতে পারে বলে জানানো হয়েছে। এতে কোনও দর্শক অংশগ্রহণ করতে পারবে না।

তবে নিরাপত্তা এবং মেডিক্যালের কাজের সঙ্গে সংশ্লিষ্ট ছাড়া অন্য সব ধরনের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ থাকবে। এছাড়া ৩১ মে পর্যন্ত মেট্রো ট্রেন, স্কুল এবং কলেজও বন্ধ থাকবে।

কোভিড-১৯ এর বিস্তার ঠেকাতে গত ২৫ মার্চ থেকে দেশটিতে লকডাউন চলছে। এখন পর্যন্ত তিন দফায় লকডাউন বাড়ানো হলেও করোনা আক্রান্তের সংখ্যায় প্রতিবেশি চীনকে ছাড়িয়ে গেছে ভারত।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, কোভিড-১৯ এর বিস্তার তুলনামূলকভাবে নিয়ন্ত্রণে সহায়তা করেছে লকডাউন। এমন পরিস্থিতিতে আগামী ৩১ মে পর্যন্ত আবারও লকডাউন বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে।

নতুন নিয়ম অনুযায়ী, করোনা পরিস্থিতি নিয়ে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্যারামিটার বিবেচনা করে দেশটির রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলো রেড, গ্রিন এবং অরেঞ্জ ক্যাটেগরিতে বিভক্ত করা হবে।

সরকারি নির্দেশনায় বলা হয়েছে, স্থানীয় দোকান ও মার্কেট চালু করার ক্ষেত্রে কর্তৃপক্ষ সামাজিক দূরত্বের বিধান নিশ্চিতে কাজ করবে। প্রত্যেক দোকানে গ্রাহকদের দূরত্ব ছয় ফুট নিশ্চিত করতে হবে। একসঙ্গে পাঁচজনের বেশি গ্রাহককে কোনও দোকানে প্রবেশের অনুমতি দেয়া যাবে না।

বিবৃতিতে বলা হয়েছে, রাত্রিকালীন কারফিউ সন্ধ্যা ৭টা থেকে সকাল ৭টা পর্যন্ত বলবৎ থাকবে। এই সময়ের মধ্যে জরুরি প্রয়োজন ছাড়া কেউ বাইরে বের হতে পারবেন না।

ভারতে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৯১ হাজার ৪৪৯ এবং মারা গেছেন ২ হাজার ৮৯৭ জন। তবে দেশটিতে চিকিৎসা শেষে সুস্থ হয়ে উঠেছেন ৩৪ হাজার ৬৪৫ জন।

সূত্র: এনডিটিভি।

এসআইএস/এমকেএইচ