ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

জাপানে ব্যবসায়িক ভ্রমণে নিষেধাজ্ঞা তুলে নেয়ার আহ্বান

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০২:৪৩ পিএম, ১৭ মে ২০২০

করোনাভাইরাস মহামারির ধাক্কা কাটিয়ে ব্যবসায়িক কার্যক্রমে গতি ফিরিয়ে আনতে জাপানকে সীমান্ত খুলে দেয়ার আহ্বান জানিয়েছে চীন ও দক্ষিণ কোরিয়া। করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে আসায় এ দু’টি দেশ ইতোমধ্যেই মধ্যবর্তী সীমান্ত খুলে দিয়েছে। এবার জাপানকেও একই কাজ করার পরামর্শ দিয়েছে তারা। সম্প্রতি এ তথ্য জানিয়েছে জাপানি সংবাদমাধ্যম ইয়োমিউরি পত্রিকা।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, ব্যবসায়িক প্রয়োজনে চীন ও দক্ষিণ কোরিয়া দুই দেশের সীমান্ত দিয়ে চলাচলের অনুমতি দিয়েছে। সেক্ষেত্রে ভ্রমণকারীকে অবশ্যই দেশ ছাড়ার আগে এবং অন্য দেশে প্রবেশের সময় করোনা টেস্টে নেগেটিভ শনাক্ত হতে হবে।

তবে সীমান্ত নিষেধাজ্ঞা তুলে নেয়ার ব্যাপারে এখনও বেশ সতর্ক জাপান। দেশটিতে ভ্রমণকারীদের জন্য করোনা টেস্ট কিটের সংকট রয়েছে। ফলে সীমান্ত খুলে দিলে দ্বিতীয়বার সংক্রমণ বৃদ্ধির আশঙ্কা করছে জাপানি কর্তৃপক্ষ।

এ বিষয়ে তাৎক্ষণিকভাবে জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয় কোনও মন্তব্য করেনি।

গত বৃহস্পতিবার জাপানের ৪৭টি প্রশাসনিক অঞ্চলের ৩৯টিতেই লকডাউন শিথিল করার ঘোষণা দিয়েছেন জাপানি প্রধানমন্ত্রী শিনজো আবে। তবে দেশটির অর্থনীতিতে এক-তৃতীয়াংশ অবদান রাখা বৃহত্তর টোকিও এখনও কড়া নিষেধাজ্ঞার আওতায় রয়েছে।

সরকারি হিসাবে, জাপানে এ পর্যন্ত ১৬ হাজার ৩০০ জনের মতো করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৭৪৮ জন।

যুক্তরাষ্ট্র-ইতালির মতো সংক্রমণের বিস্ফোরণ আটকাতে সক্ষম হলেও করোনা টেস্টের হারে এখনও নিচের দিকেই রয়েছে জাপান।

সূত্র: রয়টার্স

কেএএ/জেআইএম