করোনায় প্রথম মৃত্যু নেপালে
করোনায় আক্রান্ত হয়ে নেপালে প্রথম মৃত্যুর ঘটনা ঘটেছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে।
দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে ২৯ বছর বয়সী এক নারী মারা গেছেন।
স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে যে, ওই নারী রাজধানী কাঠমান্ডু সংলগ্ন একটি শহরের বাসিন্দা ছিলেন।
এর বাইরে ওই নারীর বিষয়ে বিস্তারির কোনো তথ্য জানানো হয়নি।
গত ২৪ মার্চ থেকে নেপালে লকডাউন জারি রয়েছে। শুরু থেকেই ভারত এবং চীনের সঙ্গে সীমান্ত বন্ধ করে রেখেছে নেপাল।
করোনার বিস্তাররোধ করতেই দেশটিতে এমন পদক্ষেপ নেওয়া হয়েছে। জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান অনুযায়ী, নেপালে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ২৯১ জন।
নেপালে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছে আরও ১০ জন। ইতোমধ্যেই দেশটিতে করোনা থেকে সুস্থ হয়ে উঠেছে ৩৬ জন। বর্তমানে দেশটিতে করোনার অ্যাক্টিভ কেস ২৫৪টি।
টিটিএন/পিআর