ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

ঘূর্ণিঝড় কপ্পু দুর্বল হয়ে পড়েছে

প্রকাশিত: ১০:১৪ এএম, ১৯ অক্টোবর ২০১৫

ফিলিপাইনের উত্তরাঞ্চলে আঘাত হানার পর শক্তিশালী ঘূর্ণিঝড় কপ্পু দুর্বল হয়ে পড়েছে। এ ঘূর্ণিঝড়ের কবলে পড়ে কমপক্ষে দুজন নিহত হয়েছেন। হাজারো মানুষ ঘরহারা। সোমবার বিবিসি অনলাইনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

ঘূর্ণিঝড় কপ্পু রোববার সকালে লুজন দ্বীপের কাছে কাসিগুরান শহরে আঘাত হানে। কপ্পুর গতিবেগ ছিল ঘণ্টায় প্রায় ২০০ কিলোমিটার। এর আঘাতে শত শত ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। উপড়ে পড়েছে বৈদ্যুতিক খুঁটি।

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, কপ্পুর প্রভাবে তিন দিন বৃষ্টি হবে। আজ (সোমবার) ভোর নাগাদ বাতাসের গতিবেগ ১৫০ কিলোমিটারে নেমে এসেছে।

এতে বেশ কিছু গ্রাম প্লাবিত হয়েছে। বাড়ির ছাদে আশ্রয় নেয়া বাসিন্দাদের সহায়তায় সেনা মোতায়েন করা হয়েছে। ঘূর্ণিঝড় কপ্পু দুর্বল হয়ে পড়লেও বন্যা ও ভূমিধসের আশঙ্কা রয়েছে।

উল্লেখ্য, ২০১৩ সালে ফিলিপাইনে সুপার টাইফুন হাইয়ানের আঘাতে ৬ হাজার ৩০০ জনেরও বেশি মানুষ মারা যায়।

জেডএইচ/পিআর