ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

কাতারে শ্রমিক সুরক্ষা দিতে ব্যর্থ ৮ কোম্পানি চিহ্নিত

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০১:০৪ এএম, ১৬ মে ২০২০

করোনার বিস্তার রোধে দেশের কোম্পানিগুলো সতর্কতামূলক পদক্ষেপগুলো অনুসরণ করছে কিনা এ নিয়ে পরিদর্শন করে কয়েটি চিহ্নিত করেছে কাতারের শ্রম মন্ত্রণালয়। সম্প্রতি এমন ৮টি কোম্পানিকে চিহ্নিত করা হয়েছে যেসব কোম্পানি শ্রমিকদের কর্মস্থলে ও আবাসস্থলে যথাযথ স্বাস্থ্যগত সুরক্ষা দিতে ব্যর্থ হয়েছে।

দেশটির শ্রম মন্ত্রণালয় তাদের এই অনুসন্ধানে যে ৮টি কোম্পানিকে চিহ্নিত করেছে তার মধ্যে দুটি কোম্পানি দেশটির লুসালি ও আল ওয়াকরাহ এলাকায় অবস্থিত। অনুসন্ধানে দেখা গেছে, ওই কোম্পানি দুটি কাজের সময় শ্রমিকদের বাধ্যতামূলক মাস্ক সরবরাহের যে সরকারি নির্দেশনা দেওয়া হয়েছে তা মানছে না।

এছাড়া আল ওয়াকারহ এলাকার আরেকটি কোম্পানিও সামাজিক দূরত্ব সংক্রান্ত বিধি মানছে না। ওই কোম্পানি পরিদর্শনে গিয়ে দেখা গেছে প্রতিটি বাসে মোট যাত্রী ধারণক্ষমতার মধ্যে ৫০ শতাংশ যাত্রী পরিবহনের কথা থাকলেও তারা সেটা না মেনে যাত্রীপূর্ণ বাসের মাধ্যমে শ্রমিকদের যাতায়তের ব্যবস্থা করেছে।

এছাড়া বাণিজ্যিক এলাকার আরও ৫টি কোম্পানি পেশাগত সুরক্ষা ও স্বাস্থ্যগত ঝুঁকি হ্রাসে দেওয়া সরকারি নির্দেশনা মানছে বলে চিহ্নিত করা হয়েছে। দেশটির শ্রম মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, স্বাস্থ্যগত ও পেশাগত সুরক্ষা নিশ্চিত করতে ব্যর্থ হওয়ায় এসব কোম্পানির নাম নিরাপত্তা কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

মন্ত্রণালয়ের পক্ষ থেকে জোরারোপ করে বলা হয়েছে, শ্রম আইন ও মন্ত্রীর সিদ্ধান্ত অনুযায়ী এসব কোম্পানিকে চলতে হবে। এছাড়া মন্ত্রিসভা এবং মন্ত্রণালয় যেসব নীতি প্রণয়ন ও নির্দেশনা জারি করেছে করোনার বিস্তার রোধে দেশের কোম্পানিগুলোকে অবশ্যই তা মেনে চলতে হবে। কোনো কোম্পানি তা না করলে বিষয়টি জানাতে হটলাইনও চালু করেছে সরকার।

এসএ