ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

এক মাস করোনায় ‘মৃত্যুশূন্য’ চীন

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০৪:০৮ পিএম, ১৫ মে ২০২০

করোনাভাইরাস মহামারি বেশ ভালোভাবেই সামলে নিয়েছে চীন। গত একমাস ধরে দেশটিতে আর কেউ এ ভাইরাসে প্রাণ হারাননি। কিছু মানুষ নতুন করে আক্রান্ত হলেও তাদের কারও অবস্থাই গুরুতর নয়।

শুক্রবার চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন (এনএইচসি) জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে চার জনের শরীরে করোনাভাইরাস ধরা পড়েছে। তারা সবাই উত্তরপূর্বাঞ্চলীয় জিলিন প্রদেশের বাসিন্দা। গত কয়েকদিন ধরে চীনের এ অঞ্চলটিতেই কিছু সংখ্যক রোগী শনাক্ত হচ্ছেন।

গত ডিসেম্বরে উহানে প্রথমবার শনাক্তের পর এ পর্যন্ত চীনে মোট ৮২ হাজার ৯৩৩ জন নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৪ হাজার ৬৩৩ জন।

সবশেষ গত ১৪ এপ্রিল করোনায় প্রাণহানির কথা জানিয়েছিল চীন। দেশটিতে বর্তমানে মাত্র ৯১ জন কোভিড-১৯ রোগী হাসপাতালে চিকিৎসাধীন। আর আইসোলেশনে আছেন মোট ৬২৩ জন।

মহামারি নিয়ন্ত্রণে আসলেও এখনও সামাজিক দূরত্বের নির্দেশনা বহাল ও বিদেশিদের প্রবেশ নিষিদ্ধ রয়েছে চীনে। তবে ক্রমাগত নিষেধাজ্ঞা শিথিল করে ব্যবসা-বাণিজ্য ফের চালু করছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশটি।

সূত্র: এপি

কেএএ/পিআর