ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

তেলের চাহিদা বাড়ছে চীনে, দামেও ঊর্ধ্বগতি

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১১:২৬ এএম, ১৫ মে ২০২০

গত কয়েকদিন ধরে তেলের দামে যে ঊর্ধ্বগতি দেখা গেছে তা অব্যাহত আছে শুক্রবারও। দিনের শুরুতেই প্রায় এক শতাংশ দাম বেড়েছে সব ধরনের অপরিশোধিত তেলের।

বৃহস্পতিবার সাত শতাংশ দাম বেড়েছিল ব্রেন্ট ক্রুড অয়েলের। শুক্রবার আরও ১ দশমিক ৩ শতাংশ দাম বেড়েছে এর। এদিন প্রায় ৩৯ সেন্ট দাম বেড়ে প্রতি ব্যারেল ৩১ দশমিক ৫২ মার্কিন ডলারে বিক্রি হচ্ছে ব্রেন্ট ক্রুড।

এছাড়া, টানা দুই সপ্তাহ বৃদ্ধির পর চলতি সপ্তাহেও ১ দশমিক ৮ শতাংশ মূল্যবৃদ্ধির দিকে যাচ্ছে বৈশ্বিক বেঞ্চমার্ক।

শুক্রবার যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম বেড়েছে অন্তত ০.৭ শতাংশ। ১৯ সেন্ট দাম বেড়ে এটি এখন বিক্রি হচ্ছে ২৭ দশমিক ৭৫ ডলার প্রতি ব্যারেল। এর আগের সেশনেই ডব্লিউটিআইয়ের দাম বেড়েছিল প্রায় নয় শতাংশ। এখন টানা তৃতীয় সপ্তাহের মতো ১২ শতাংশের বেশি মূল্যবৃদ্ধির দিকে হাঁটছে এর বাজার।

করোনাভাইরাস মহামারির কারণে তেল রপ্তানিকারক দেশগুলো (ওপেক) ও অন্যান্য প্রধান উৎপাদনকারীরা সরবরাহ কমিয়ে দিলেও গত কয়েকদিনে ফের আশার আলো দেখা যাচ্ছে এ শিল্পে। চীনসহ বিশ্বের বেশ কয়েকটি দেশ লকডাউন শিথিল করে অর্থনীতি ফের সচল করায় তেলের চাহিদা বাড়তে শুরু করেছে।

শুক্রবার প্রকাশিত তথ্যে দেখা গেছে, এপ্রিল মাসে চীনের দৈনিক অপরিশোধিত তেলের ব্যবহার বেড়েছে। দেশটি ইতোমধ্যেই তেল শোধনাগার ফের চালু করেছে।

তবে তেলের বাজার এখনও স্বাভাবিক পরিস্থিতিতে ফেরা থেকে অনেকটাই দূরে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

সূত্র: রয়টার্স

কেএএ/এমএস