স্বাস্থ্যবীমা হারাচ্ছেন ২ কোটি ৭০ লাখ আমেরিকান
প্রায় ২ কোটি ৭০ লাখ আমেকিান নাগরিক তাদের কোম্পানির দেওয়া স্বাস্থ্যবীমা হারাতে পারেন। সাম্প্রতিক সময়ে করোনাভাইরাসের কারণে যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে বড় ধরনের প্রভাব পড়েছে।
এরই মধ্যে বহু মানুষ চাকরি হারিয়েছেন, অনেক ছোট ছোট প্রতিষ্ঠান বন্ধও হয়ে গেছে। এদিকে, বুধবার কায়সার ফ্যামিলি ফাউন্ডেশন এক প্রতিবেদন প্রকাশ করেছে।
ওই প্রতিবেদনে বলা হয়েছে যে, প্রায় ২ কোটি ৭০ লাখ আমেরিকান তারা যেসব প্রতিষ্ঠানে কর্মরত সেসব প্রতিষ্ঠান থেকে দেওয়া স্বাস্থ্যবীমার সুযোগ সুবিধা হারাতে পারেন।
গত কয়েক সপ্তাহে যুক্তরাষ্ট্রে বহু মানুষ চাকরি হারিয়েছে। গত ২৫ এপ্রিল থেকে যুক্তরাষ্ট্রে প্রতি সপ্তাহে চাকরি হারানোর দাবি করেছেন প্রায় ৩৮ লাখ মানুষ। পরবর্তী ছয় সপ্তাহে বেকারের সংখ্যা বেড়েছে তিন কোটির কাছাকাছি। যদিও এরমধ্যে টানা চার সপ্তাহ নতুন বেকারের সংখ্যা কমতে দেখা গেছে।
বেতন সংক্রান্ত প্রতিষ্ঠান এডিপির হিসাবে, যুক্তরাষ্ট্রে গত এপ্রিলে বেসরকারি খাত থেকে চাকরি হারিয়েছেন অন্তত দুই কোটি মানুষ।
মার্কিন কংগ্রেসনাল বাজেট অফিসের ধারণা, চলতি বছরের তৃতীয় প্রান্তিক নাগাদ যুক্তরাষ্ট্রের ১৫ শতাংশ মানুষ কর্মহীন হয়ে পড়তে পারে, যা প্রথম প্রান্তিকের চেয়ে অন্তত চার শতাংশ বেশি।
গত সাত সপ্তাহে দেশটিতে ৩ কোটি ৩০ লাখ মানুষ চাকরি হারিয়েছেন। এই কয়েক সপ্তাহে দেশটিতে প্রতি ৫ জনের মধ্যে একজন বেকার হয়েছেন বলে দাবি করেছেন।
গত ৩১ ডিসেম্বর চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম করোনার উপস্থিতি ধরা পড়ে। এখন পর্যন্ত ২১২টি দেশ ও অঞ্চলে এই ভাইরাসের প্রকোপ ছড়িয়ে পড়েছে।
করোনায় আক্রান্ত ও মৃত্যুতে এখন পর্যন্ত শীর্ষ অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। সেখানে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ১৪ লাখ ৩০ হাজার ৩৪৮ জন।
অপরদিকে মারা গেছে ৮৫ হাজার ১৯৭ জন। ইতোমধ্যেই সুস্থ হয়ে উঠেছে ৩ লাখ ১০ হাজার ২৫৯ জন। দেশটিতে করোনার অ্যাক্টিভ কেস ১ লাখ ৩৪ হাজার ৮৯২ জন। এছাড়া এখনও আশঙ্কাজনক অবস্থায় আছে ১৬ হাজার ৩৪৯ জন।
টিটিএন/জেআইএম