ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

ইতালিতে ৫০ হাজার বিয়ে পিছিয়ে দিল করোনাভাইরাস

জাগো নিউজ ডেস্ক | প্রকাশিত: ১১:০১ এএম, ১৪ মে ২০২০

করোনাভাইরাসের কারণে বিশ্বের সব দেশেই ব্যবসা-বাণিজ্য, শিক্ষা থেকে শুরু করে অনেক কিছুই পিছিয়ে গেছে। তেমনি পিছিয়ে গেছে অনেকের বিয়েও। ইতোমধ্যে ইতালিতে প্রায় ১৭ হাজার বিয়ের অনুষ্ঠান বাতিল করা হয়েছে। সেখানে এই সময়টি বিয়ের মৌসুম। তাই ধারণা করা হচ্ছে আগামী কয়েক মাসে দেশটিতে বিয়ে পিছিয়ে যাওয়ার সংখ্যা বেড়ে ৫০ হাজার হতে পারে।

রাইনিউজ বেতারের খবরে বলা হয়েছে, দক্ষিণ ইতালিতে বেশ জাকজমকভাবে নিজস্ব সংস্কৃতিতে বিয়ের উদযাপন করা হয়। অনুষ্ঠানের আয়োজনে থাকে একাধিক ইভেন্ট প্ল্যানার প্রতিষ্ঠান।

ইতালি ঘটা করে বিয়ের অনুষ্ঠান উদযাপন করতে বহু বিদেশি দম্পতি সচরাচর যান। এর মধ্যে থাকেন বিভিন্ন দেশের সেলিব্রেটিও। কিন্তু এই করোনার কারণে এবার দেশটিতে বিদেশিদের বিয়ের অনুষ্ঠানও বাতিল করা হয়েছে।

করোনার কারণে বর্তমানে দেশটিতে বিয়ে সংক্রান্ত সব ব্যবসা বন্ধ। এ বিষয়ে দেশটির এক বিবাহ ইভেন্ট ম্যানেজার বলছিলেন, বিয়ের অনুষ্ঠান সম্পন্ন করতে গত বছর ইতালি ভ্রমণ করেন ৯ হাজার বিদেশি দম্পতি। তিনি দেশটিতে বিয়ের অনুষ্ঠান আবার শুরু করার জন্য কর্তৃপক্ষকে অনুরোধ জানিয়েছেন। তার মতো এমন অনুরোধ আরও অনেকের।

করোনার কারণে বিয়ের অনুষ্ঠান সীমিত করার পক্ষে মত দিয়ে এই ইভেন্ট ম্যানেজার বলেন, এখন হোটেলের হলরুমের পরিবর্তে হোটেলের পার্কে বিয়ের অনুষ্ঠান হতে পারে। সেইসঙ্গে আমন্ত্রিত অতিথি কমিয়ে ৫০০ এর পরিবর্তে ৩০০ করা যেতে পারে।

বিয়ের অনুষ্ঠান বাতিল হওয়া, মন খারাপ করা ভবিষ্যত নববধুদেরও সমবেদনা জানিয়েছেন বিয়ের জমকালো পোশাক দোকানের এক মালিক।

জেডএ/জেআইএম