ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

মার্চে যুক্তরাজ্যের অর্থনীতিতে সংকোচনের রেকর্ড

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০৭:০১ পিএম, ১৩ মে ২০২০

চলতি বছরের ফেব্রুয়ারির তুলনায় মার্চ মাসে যুক্তরাজ্যের অর্থনীতি সংকুচিত হয়েছে রেকর্ড ৫ দশমিক ৮ শতাংশ। তবে এপ্রিল মাসের সংকোচন আরও বেশি হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। কারণ ওই মাসের পুরোটাই লকডাউনে রয়েছে যুক্তরাজ্য।

বুধবার দেশটির জাতীয় পরিসংখ্যান অফিস (ওএনএস) জানিয়েছে, ২০১৯ সালের শেষ প্রান্তিকের তুলনায় চলতি বছরের প্রথম তিন মাসে যুক্তরাজ্যের মোট দেশজ উৎপাদন (জিডিপি) কমেছে দুই শতাংশ। ২০০৮ সালে বৈশ্বিক মন্দার পর থেকে প্রান্তিকের হিসাবে এটাই দেশটির সবচেয়ে বড় অর্থনৈতিক বিপর্যয়।

এর আগে, গত সপ্তাহে ব্যাংক অব ইংল্যান্ড জানিয়েছে, করোনা মহামারির কারণে ৩০০ বছরের মধ্যে জিডিপিতে সবচেয়ে ভয়াবহ বার্ষিক ধসের মুখে পড়তে যাচ্ছে যুক্তরাজ্য। এ বছর তাদের জিডিপি কমতে পারে প্রায় ১৪ শতাংশ। তবে আশার কথা, ২০২১ সালেই সেটি ১৫ শতাংশ বাড়বে বলে ধারণা করা হচ্ছে।

সূত্র: রয়টার্স

কেএএ/পিআর