ফ্রান্সে এক মাসের মধ্যে সর্বনিম্ন মৃত্যুর রেকর্ড
ইউরোপে মহামারি নভেল করোনাভাইরাসের সংক্রমণ কিছুটা কমতে শুরু করেছে। গত ২৪ ঘণ্টায় মহাদেশটির সবচেয়ে বিপর্যস্ত দেশগুলোর অন্যতম ফ্রান্সে ৮০ জন কোভিড-১৯ রোগী মারা গেছেন। যা গত এপ্রিলের প্রথম দিকের পর দেশটিতে একদিনে সবচেয়ে কম মৃত্যুর রেকর্ড।
শনিবার ফ্রান্সের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গত একদিনে আরও ৮০ মৃত্যু নিয়ে দেশে এখন পর্যন্ত মহামারি নভেল করোনাভাইরাস সংক্রমিত কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৬ হাজার ৩১০ জনে। বিশ্বে করোনায় মৃত্যুর দিক দিয়ে যা পঞ্চম সর্বোচ্চ।
বিশ্বজুড়ে করোনাভাইরাস সংক্রমিত সংকটাপন্ন বা গুরুতর অবস্থায় রোগীর সংখ্যা কমার যে ইঙ্গিত পাওয়া যাচ্ছে ফ্রান্সেও তা দেখা যাচ্ছে। দেশটিতে সংকটাপন্ন রোগীর সংখ্যা আরও ৫৬ জন কমে এখন ২ হাজার ৮১২ জন। অথচ গত ৮ এপ্রিলও এই সংখ্যাটা ছিল ৭ হাজার ১৪৮।
এছাড়া নতুন করে সংক্রমিত ও হাসপাতালে চিকিৎসাধীন রোগীর সংখ্যাও কমেছে ফ্রান্সে। তিন সপ্তাহ ধরে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা কমে এখন তা দাঁড়িয়েছে ২২ হাজার ৬১৪ জনে। যা গত ১৪ এপ্রিলের ৩২ হাজার ২৯২ জনের চেয়ে ৩০ শতাংশ কম।
গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে কোভিড-১৯ রোগে আক্রান্ত হিসেবে ৫৭৯ জন শনাক্ত হয়েছেন। প্রাদুর্ভাব শুরুর পর দেশটিতে হাজার হাজার মানুষ একদিনে আক্রান্ত হলেও সেই অবস্থা ক্রমেই কমছে। দেশটিতে আক্রান্ত ১ লাখ ৭৬ হাজার মানুষের ৫৬ হাজারের বেশি এখন সুস্থ।
করোনার সংক্রমণ কমতে শুরু করায় সম্প্রতি দেশজুড়ে প্রায় দুই মাস ধরে জারি থাকা লকডাউন শিথিল করার ঘোষণা দেওয়া হয়। আগামী সোমবার ১২ এপ্রিল থেকে সরকারি ওই নির্দেশনা কার্যকর হবে। শুধু ফ্রান্স নয় ইতালি, স্পেন ও যুক্তরাজ্যে করোনার সংক্রমণ অনেকটা কমেছে।
এসএ