ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

করোনা: সরকারি ত্রাণ বিতরণে অনিয়ম, বিক্ষোভ-সংঘর্ষে নিহত ৬

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০৯:০৬ পিএম, ০৯ মে ২০২০

করোনাভাইরাস মহামারিতে দুর্দশায় পড়া দরিদ্র জনগোষ্ঠীর মাঝে সরকারি ত্রাণ বিতরণে অনিয়মের প্রতিবাদ সংঘর্ষে রূপ নেয়ায় আফগানিস্তানে অন্তত ৬ জনের প্রাণহানি ঘটেছে। শনিবার দেশটির পশ্চিমাঞ্চলের ঘর প্রদেশে ত্রাণ বিতরণে অনিয়মের অভিযোগ এনে স্থানীয়দের বিক্ষোভের সময় আইনশৃঙ্খলাবাহিনীর সঙ্গে সংঘর্ষে এই প্রাণহানি ঘটে।

আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, সংঘর্ষে চারজন বেসামরিক এবং দুজন পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন।

এই সংঘর্ষে আরও ১০ পুলিশ কর্মকর্তা ও ৯ বেসামরিক নাগরিক আহত হয়েছেন উল্লেখ করে তিনি বলেছেন, আজকের এই ঘটনা ব্যাপক পরিসরে তদন্ত করার জন্য কাবুল থেকে একটি প্রতিনিধিদল পাঠানো হবে।

তবে ঘর প্রদেশের সংসদ সদস্য গুলজামান নায়েব বলেছেন, বিক্ষোভ-প্রতিবাদের সময় অন্তত সাতজন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও এক ডজনের বেশি। স্থানীয়রা শুধুমাত্র সরকার সমর্থিত রাজনৈতিক দলের সমর্থকদের মাঝে ত্রাণ বিতরণ করা হচ্ছে বলে অভিযোগ এনে বিক্ষোভ শুরু করলে তা সংঘাতে রূপ নেয় বলে জানান তিনি।

প্রাদেশিক সরকারের মুখপাত্র মোহাম্মদ আরিফ আবের বলেন, প্রায় ৩০০ বিক্ষোভকারী পুলিশকে লক্ষ্য করে পাথর নিক্ষেপ করে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ফাঁকা গুলি নিক্ষেপ করে। বিক্ষোভকারীরা গভর্নর হাউসের প্রবেশের চেষ্টা করলে পুলিশ গুলি ছুঁড়তে বাধ্য হয়।

তবে সংঘর্ষে মাত্র দুজন নিহত ও পাঁচজন আহত হয়েছে দাবি করে সরকারি এই কর্মকর্তা ত্রাণ বিতরণে অনিয়মের অভিযোগ প্রত্যাখ্যান করেছেন। এদিকে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল আফগান পুলিশের বিরুদ্ধে বেসামরিক নাগরিকদের ওপর অতিরিক্ত বলপ্রয়োগের অভিযোগ এনে তদন্তের দাবি জানিয়েছে।

যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে এখন পর্যন্ত ৪ হাজার ৩৩ জন করোনা আক্রান্ত হয়েছেন এবং মারা গেছেন ১১৫ জন।

সূত্র: রয়টার্স।

এসআইএস/এমকেএইচ