ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

লকডাউন ৩১ মে পর্যন্ত বাড়াল মস্কো

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১০:০০ পিএম, ০৭ মে ২০২০

রাশিয়ায় পাঁচ দিনে ৫৩ হাজার মানুষ করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। সর্বোচ্চসংখ্যক আক্রান্ত হয়েছে দেশটির রাজধানী মস্কোর বাসিন্দারা। আর তাই মস্কোর মেয়র সের্গেই সোবানিয়ান আজ এক ব্লগ পোস্টে রাজধানীজুড়ে লকডাউনের মেয়াদ ৩১ মে পর্যন্ত বাড়ানোর ঘোষণা দিয়েছেন।

তবে করোনার সংক্রমণ ব্যাপকহারে শুরুর পর গত মার্চের শেষদিকে যে বিধিনিষেধগুলো আরোপ করা হয়েছিল তা কিছুটা শিথিল করাও ঘোষণা দিয়েছেন তিনি। আগামী ১২ মে থেকে তা কার্যকর হবে। ফলে শিল্প ও নির্মাণ খাতের শ্রমিকদেরকে পুনরায় তাদের কাজে ফিরতে হবে।

মস্কোর মেয়র তার ব্যক্তিগত ওয়েবসাইটে এক ব্লগ পোস্টে জানান, কিছু বিধিনিষেধ শিথিল হলেও খেলাধুলার স্থান, রেস্তোরাঁ ও থিয়েটার এখনই খুলে দেওয়া হবে না। তিনি বলেছেন, এসব পুনরায় চালু করার সময় এখনো আসেনি। সময় হলে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

রাশিয়ায় করোনা সংক্রমণের হটস্পট রাজধানী মস্কোতে একদিনে আরও ৬ হাজার ৭০৩ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে। রাজধানীতে আক্রান্তের সংখ্যা প্রতিদিন পাল্লা দিয়ে বাড়ছেই। তাই মস্কোতে জারি বিধিনিষেধ প্রত্যাহার না করে লকডাউনের মেয়াদ চলতি মাসের শেষ পর্যন্ত বাড়ানো হলো।

রাশিয়ায় গত এক সপ্তাহে আক্রান্ত ও মৃত্যু আশঙ্কাজনক হারে বেড়েছে। গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা গত কয়েকদিনের রেকর্ডকে অতিক্রম করে গেছে। বৃহস্পতিবার নতুন করে ১১ হাজার ২৩১ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়ে একদিনে সর্বোচ্চ আক্রান্তের সব রেকর্ড ভেঙ্গে দিয়েছে।

রাশিয়ার করোনাভাইরাস টাস্কফোর্স জানিয়েছে, মোট করোনায় আক্রান্তের সংখ্যা এখন ১ লাখ ৭৭ হাজার ১৬০ জন। এছাড়া গত একদিনে আরও ৮৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে ১ হাজার ৬২৫ জনের মৃত্যু হয়েছে। চিকিৎসা শেষে সুস্থ হয়েছেন ২৩ হাজার ৮০৩ জন।

এসএ