ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

করোনা : স্টোর থেকে বেরুতে বলায় ম্যাকডোনাল্ডসের ২ কর্মীকে গুলি

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১২:৫৩ পিএম, ০৭ মে ২০২০

ম্যাকডোনাল্ডসের স্টোর থেকে বের হয়ে যেতে বলায় ওই স্টোরের দুই কর্মী গুলিবিদ্ধ হয়েছেন। স্থানীয় সময় বুধবার যুক্তরাষ্ট্রের ওকলাহোমা শহরে এই ঘটনা ঘটেছে।

পুলিশ জানিয়েছে, করোনাভাইরাসের কারণে ওই এলাকায় কড়াকড়ি জারি রয়েছে। সে কারনেই ওই স্টোরের কর্মীরা ক্রেতাদের স্টোরের ডাইনিং এরিয়া থেকে চলে যেতে বলেছিলেন।

কর্মীদের নিষেধাজ্ঞা শুনে তাদের ওপর ক্ষিপ্ত হয়ে দুই কর্মীকে গুলি করে বসেন দুই ক্রেতা। ওকলাহোমা সিটি পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন, সন্দেহভাজনদের বেরিয়ে যেতে বলায় তারা রেগে গিয়ে বন্দুক নিয়ে আসে।

তিনি জানান, এই ঘটনায় ম্যাকডোনাল্ডসের দুই কর্মী গুলিবিদ্ধ হয়েছে এবং অপর একজন আহত হয়েছে। তিনি আরও জানিয়েছেন যে, একজনের পায়ে গুলি লেগেছে এবং অপরজনের কাঁধে গুলি লেগেছে।

তবে তাদের কারোরই জীবন সংঙ্কটাপন্ন নয় বলে জানানো হয়েছে। পুলিশ বলছে, গোলাগুলির সময় ওই স্টোরের এক নারীও আহত হয়েছেন। তবে গুলি চালানোর পরপরই ওই স্টোর থেকে পালিয়ে গেছে সন্দেহভাজন ওই ব্যক্তিরা। তাদের এখনও গ্রেফতার করা সম্ভব হয়নি।

এর আগে মাস্ক পরতে বলায় গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন এক নিরাপত্তারক্ষী। মিশিগান অঙ্গরাজ্যে ফ্যামিলি ডলার নামের একটি স্টোরে নিরাপত্তারক্ষী হিসেবে দায়িত্ব পালন করছিলেন কেলভিন মুনারলিন (৪৩)। সে সময় সেখানে আসা ক্রেতাদের মধ্যে একটি পরিবারের সদস্যরা মাস্ক পরা ছিলেন না।

মিশিগানে স্থানীয় কর্তৃপক্ষ মাস্ক পরা বাধ্যতামূলক করেছে। সে কথাই ওই পরিবারটিকে মনে করিয়ে দেন কেলভিন। তাদের মাস্ক পরতে বলেন তিনি। পরে তার সঙ্গে ওই সদস্যরা বিবাদে জড়িয়ে পরে এবং তাকে গুলি করা হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন কেলভিন।

প্রাণঘাতী করোনাভাইরাস মানুষ থেকে মানুষে সংক্রমিত হয়। সেকারণে বিভিন্ন দেশে জনসমাগম বাতিল করা হয়েছে এবং বিভিন্ন কড়াকড়ি আরোপ করা হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, মাস্ক পরা, বার বার হাত পরিষ্কার করা এবং সামাজিক দূরত্ব বজায় রাখার মাধ্যমে এই ভাইরাসের বিস্তাররোধ করা সম্ভব। কিন্তু দেখা যাচ্ছে, অনেক দেশেই লোকজন এসব নিয়ম-কানুন অমান্য করছেন।

টিটিএন/জেআইএম