ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

পাকিস্তানের সঙ্গে গ্যাস লাইন নির্মাণে রাশিয়ার চুক্তি

প্রকাশিত: ০৩:০৯ এএম, ১৮ অক্টোবর ২০১৫

এক হাজার ১শ` কিলোমিটার গ্যাস পাইপলাইন নির্মাণের একটি চুক্তি করেছে পাকিস্তান এবং রাশিয়া। পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের উপস্থিতিতে রুশ জ্বালানিমন্ত্রী আলেকজান্ডার নোভাক এবং পাক পেট্রোলিয়ামমন্ত্রী শহীদ খাকান আব্বাসি এ চুক্তি সই করেন।

চুক্তি অনুযায়ি বন্দরনগরী করাচির কাছে আরব সাগর থেকে এ পাইপলাইন দেশটির পূর্বাঞ্চলীয় লাহোর শহর পর্যন্ত নির্মাণ করা হবে। প্রতিবছর ১২ দশমিক ৪ বিলিয়ন ঘনমিটার গ্যাস পরিবহনের ক্ষমতা সম্পন্ন এ পাইপলাইনের মাধ্যমে করাচির তরল প্রাকৃতিক গ্যাস বা এলএনজি টার্মিনালের সঙ্গে লাহোর টার্মিনালের  সংযোগ ঘটানো হবে।
 
পাইপলাইন নির্মাণ খাতে ২০০ কোটি ডলার সমপরিমাণ অর্থ বিনিয়োগ করবে রাশিয়া এবং আগামী বছর ডিসেম্বরের মধ্যে এর নির্মাণ কাজ শেষ হবে বলে পাকিস্তানের শীর্ষ পর্যায়ের এক সরকারি কর্মকর্তা জানিয়েছেন।

আরএস/এমএস