ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

করোনার তাণ্ডবে কলকাতার আরেক হাসপাতালে রোগী ভর্তি বন্ধ

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০৪:১৬ পিএম, ০৫ মে ২০২০

একাধিক চিকিৎসক, নার্স এবং স্বাস্থ্যকর্মী করোনাভাইরাসে আক্রান্ত। রোগী ও কর্মীদের মধ্যে আতঙ্ক। তার জেরে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেয়া হলো কলকাতার পিয়ারলেস হাসপাতাল। এ নিয়ে কলকাতার দ্বিতীয় হাসপাতালে রোগী ভর্তি বন্ধ হলো।

হাসপাতালের তরফে সুদীপ্ত মিত্র জানিয়েছেন, তাদের ৯ বেডের কোভিড ওয়ার্ড। সেখানে ২০ জন করোনা আক্রান্ত চিকিৎসাধীন। জায়গার অভাবে আমরা আক্রান্তদের বেড নিয়মমাফিক দূরত্বে রাখতে পারছি না। আমাদের হাসপাতালের চিকিৎসক-চিকিৎসাকর্মী মিলিয়েও ৯ জন আক্রান্ত। এই পরিস্থিতিতে আমরা বাধ্য হচ্ছি রোগী ভর্তি বন্ধ রাখতে।’

করোনা-আক্রান্ত সহকর্মীদের সংস্পর্শে আসায় ৭০ জন নার্স কোয়ারেন্টাইনে রয়েছেন বলে নিশ্চিত করেছে হাসপাতালের একটি সূত্র।

বহির্বিভাগ, জরুরি বিভাগ এবং সাধারণ রোগী ভর্তি বন্ধ রাখা হলেও হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন ১৩০ জন রোগীর পরিচর্যায় কমতি রাখা হবে না বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। কেমোথেরাপি, ডায়ালাইসিস এবং ইতিমধ্যেই ডেলিভারির ব্যবস্থা করে রাখা প্রসূতিদেরও পরিষেবা দেওয়া হবে বলে জানানো হয়েছে।

গত ডিসেম্বরে চীনের উহান শহরে প্রথম শনাক্ত হলেও করোনাভাইরাস এখন গোটা বিশ্বেই তাণ্ডব চালাচ্ছে। মারাত্মকভাবে ভুগছে ইউরোপ-আমেরিকা-এশিয়াসহ বিশ্বের অন্যান্য অঞ্চল। এ ভাইরাসে বিশ্বজুড়ে আক্রান্তের সংখ্যা সাড়ে ৩৬ লাখ ছাড়িয়েছে। মৃতের সংখ্যা ছাড়িয়েছে আড়াই লাখ। তবে ১২ লাখের বেশি রোগী ইতোমধ্যে সুস্থ হয়েছেন।

এনএফ/এমএস