কড়াকড়ি শিথিল করছে ভারত
করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে লকডাউন চলছে ভারতে। এরমধ্যেই দেশজুড়ে কড়াকড়ি শিথিল করা হচ্ছে। আগামী ১৭ মে পর্যন্ত লকডাউন জারি থাকবে।
এদিকে, করোনার প্রকোপের ওপর নির্ভর করে প্রত্যেক রাজ্য এবং শহরকে কয়েকটি বাগে ভাগ করা হয়েছে। লাল, কমলা এবং সবুজ এই তিন রংয়ের মাধ্যমে বিভিন্ন স্থানকে আলাদা করা হয়েছে।
এর মধ্যে মুম্বাই, দিল্লি এবং ব্যাঙ্গালুরু রয়েছে রেড জোনে। রেড জোনে থাকা এলাকাগুলোতে এক তৃতীয়াংশ ব্যবসা-বাণিজ্য চালু করা যাবে। সেখানে সবকিছু স্বাভাবিক হতে কিছুটা সময় লাগবে।
অরেঞ্জ জোনে টেক্সি চলাচল করতে পারবে। অপরদিকে গ্রিন জোন অর্থাৎ যেখানে গত ২১ দিনে কেউ করোনায় আক্রান্ত হয়নি সেখানে সব ধরনের কার্যক্রম পুণরায় চালু হবে।
তবে জাতীয় পর্যায়ে সব ধরনের ভ্রমণ বাতিল করা হয়েছে। স্কুল, শপিংমল, হোটেল, রেস্টুরেন্ট এবং অন্যান্য স্থান যেখানে লোক সমাগম ঘটে সেগুলোও বন্ধই থাকবে।
তবে খাদ্যপণ্য এবং অন্যান্য জিনিসপত্র উৎপাদন এবং বিভিন্ন রাজ্যের মধ্যে সরবরাহ করার ওপর কোনো ধরনের কড়াকড়ি আরোপ করা হয়নি।
ভারতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ৪২ হাজার ৬৭০ জন এবং মারা গেছে ১ হাজার ৩৯৫ জন। ইতোমধ্যেই করোনা থেকে সুস্থ হয়ে উঠেছে ১১ হাজার ৭৮২ জন।
টিটিএন/এমএস