ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

ভারতীয় লেখকরা হিন্দু জঙ্গিবাদকে সমর্থন করেন

প্রকাশিত: ১১:২৬ এএম, ১৭ অক্টোবর ২০১৫

সুনীল গঙ্গোপাধ্যায় ও শঙ্খ ঘোষের মতো বিখ্যাত লেখকদের সমালোচনা করে তসলিমা নাসরিন বলেছেন, এ লেখকরা হিন্দু জঙ্গিবাদের বিরুদ্ধে শক্তিশালী অবস্থান নিলেও মুসলমান জঙ্গিদের নির্মম অপরাধগুলোকে ‘সমর্থন’ জানান।  টাইমস অফ ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি।

লেখক হত্যা ও হিন্দু জঙ্গিবাদের সাম্প্রতিক উত্থানে অনেক ভারতীয় লেখক রাষ্ট্রীয় পুরস্কার ফিরিয়ে দিলেও তাদের সমালোচনা করতে ছাড়েননি তসলিমা নাসরিন।

তিনি অভিযোগ করেন, কট্টরপন্থি মুসলিমরা যখন পশ্চিমবঙ্গে তার উপর চড়াও হচ্ছিল, তখন এ লেখকদের সমর্থন তিনি পাননি।

তিনি বলেন, “যখন মুসলমান জঙ্গিরা আমার বিরুদ্ধে ৫টি ফতোয়া জারি করে, যখন আমাকে পশ্চিমবঙ্গ থেকে ছুড়ে ফেলা হয়, যখন দিল্লিতে গৃহবন্দী থাকি, যখন আমার মেগা-সিরিয়াল নিষিদ্ধ করা হয়, তখন এদের অনেকেই চুপ ছিলেন। সুনীল গঙ্গোপাধ্যায় ও শঙ্খ ঘোষের মতো বিখ্যাত লেখকরা আবেদন করে তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে দিয়ে আমার বই নিষিদ্ধও করিয়েছিলেন।”  
 
দুই দশক আগে বাংলাদেশ ছাড়তে বাধ্য হওয়ার পর ভারতে ঠিকানা নেন তসলিমা। ক্রমাগত জঙ্গি হুমকির মুখে তিনি এ বছরের জুনে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান।

ভারতকে এখনও পাকিস্তান ও বাংলাদেশের চেয়ে অধিক ‘সংবেদনশীল রাষ্ট্র’ মনে করেন এই লেখক। ভারতে নির্যাতিত মুসলিমদের পাশের দেশগুলোতে স্বেচ্ছা নির্বাসনেও যাওয়ার পরামর্শও দেন তিনি।

এসকেডি/পিআর