ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

সিঙ্গাপুরে করোনায় আক্রান্ত আরও ৪৪৭

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০৩:২৪ পিএম, ০২ মে ২০২০

সিঙ্গাপুরে গত ২৪ ঘণ্টায় আরও ৪৪৭ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে সেখানে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৭ হাজার ৫৪৮ জন।

শনিবার সিঙ্গাপুরের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, নতুন শনাক্ত রোগীদের মধ্যেও বেশিরভাগই ডরমিটরিতে বসবাসকারী অভিবাসী শ্রমিক। এদিন মাত্র চারজন সিঙ্গাপুরিয়ান নাগরিক বা স্থায়ী অধিবাসীর শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে।

এ নিয়ে টানা নবম দিন সিঙ্গাপুরে এক হাজারের কম করোনা রোগী শনাক্ত হলেন। এর আগে, গতকাল ৯৩২ জন করোনা রোগী শনাক্ত হয়েছিল দেশটিতে। এর আগের দিন হয়েছিল মাত্র ৫২৮ জন।

নগররাষ্ট্রটিতে প্রায় ৩ লাখ ২৩ হাজার অভিবাসী শ্রমিক বসবাস করেন। এদের মধ্যে ১৪ হাজারেরও বেশি অভিবাসী ইতোমধ্যেই করোনায় আক্রান্ত হয়েছেন। অভিবাসী শ্রমিকেরা সাধারণত ডরমিটরিতে এক রুমে অনেকে একসঙ্গে থাকেন। ফলে সেখানে দ্রুত সংক্রমণ ছড়িয়ে পড়ছে।

সিঙ্গাপুরে এখন পর্যন্ত করোনায় মারা গেছেন ১৬ জন। সুস্থ হয়ে উঠেছেন ১২শ’র বেশি মানুষ।

এদিকে, আগামী ৫ মে থেকেই লকডাউন শিথিল হচ্ছে দেশটিতে। ওইদিন থেকে ঐতিহ্যবাহী চীনা চিকিৎসা পদ্ধতি আকুপাংচার ফের চালুর মাধ্যমে শুরু হচ্ছে ব্যবসায়িক কার্যক্রম। এর এক সপ্তাহ পর (১২ মে) থেকে সেলুন, লন্ড্রি ও গৃহ-ভিত্তিক ব্যবসাপ্রতিষ্ঠানগুলো ফের চালু হবে।

এতদিন বাইরে হাঁটাচলা-ব্যায়াম নিষিদ্ধ থাকলেও এ ব্যাপারে বিধি-নিষেধ তুলে নেয়া হচ্ছে। তবে জিম-সুইমিংপুল বন্ধই থাকবে।

এছাড়া, ১৯ মে থেকে কিছু স্কুলও ফের খুলে দেয়া হচ্ছে। সেক্ষেত্রে শিক্ষার্থীদের ছোট ছোট দলে ভাগ করে পাঠদান করা হবে।

সূত্র: দ্য স্ট্রেইট টাইমস

কেএএ/এমকেএইচ