ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

৮ম দেশ হিসেবে আক্রান্তের সংখ্যা এক লাখ ছাড়াল রাশিয়ায়

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০২:৩৫ পিএম, ৩০ এপ্রিল ২০২০

রাশিয়ায় দেখতে দেখতেই করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা এক লাখ ছাড়িয়ে গেল। গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন রোগী শনাক্ত হয়েছেন অন্তত ৭ হাজার ৯৯ জন, যা এখন পর্যন্ত তাদের একদিনে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড।

বৃহস্পতিবার রাশিয়ার করোনাভাইরাস ক্রাইসিস রেসপন্স সেন্টার জানিয়েছে, এ পর্যন্ত দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৬ হাজার ৪৯৮ জন। গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও ১০১ জন। এ নিয়ে সেখানে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৭৩ জন।

দেশটিতে এ পর্যন্ত ১১ হাজার ৬১৯ জন করোনা রোগী সুস্থ হয়ে উঠেছেন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১ হাজার ৩৩৩ জন।

এদিনই প্রথমবারের মতো রাশিয়ার ৮৫টি প্রশাসনিক অঞ্চলেই করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন।

russia

রাশিয়ায় সবচেয়ে বেশি করোনা সংক্রমিত এলাকা রাজধানী মস্কো। দেশটির প্রায় অর্ধেক রোগীই এ অঞ্চলের। গত ২৪ ঘণ্টায় শহরটিতে নতুন রোগী শনাক্ত হয়েছেন তিন হাজারেরও বেশি।

বিশ্বের অষ্টম দেশ হিসেবে রোগীর সংখ্যা এক লাখের কোটা পেরিয়েছে রাশিয়ায়। এর আগে যুক্তরাষ্ট্র, স্পেন, ইতালি, ফ্রান্স, যুক্তরাজ্য, জার্মানি ও তুরস্কে লক্ষাধিক মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে যুক্তরাষ্ট্রে ১০ লাখ ও স্পেন-ইতালিতে দুই লাখের বেশি রোগী শনাক্ত হয়েছেন।

সূত্র: তাস

কেএএ/জেআইএম