ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

সৌদি আরবে বন্দুকধারীর গুলিতে নিহত ৫

প্রকাশিত: ০৬:২২ এএম, ১৭ অক্টোবর ২০১৫

সৌদি আরবের পূর্বাঞ্চলীয় শহর সিহাতে বন্দুকধারীর গুলিতে পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ৯ জন। এ ঘটনায় ২ জনকে গ্রেফতার করেছে সৌদি পুলিশ।

শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টার দিকে শিয়া সম্প্রদায়ের এক ধর্মীয় অনুষ্ঠানে এ ঘটনা ঘটে। আইএস জঙ্গি দলের সঙ্গে জড়িত একটি সংগঠন এই হামলার দায় স্বীকার করেছে।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে এক নারীসহ পাঁচজন নিহত হয়েছেন। তবে এ হামলার উদ্দেশ্য সম্পর্কে কোনো মন্তব্য করেনি মন্ত্রণালয়। এছাড়া ওই বন্দুকধারীরও পরিচয়ও জানা যায়নি। নিহতদের মধ্যে ওই হামলাকারীও রয়েছেন।

শুক্রবার আশুরা উপলক্ষে  আল-কাতিফ রাজ্যের শিহাত শহরের এক মসজিদে ওই অনুষ্ঠানের আয়োজন করেছিল শিয়ারা।

সৌদি আরবের সরকারি টেলিভিশনের খবরে বলা হয়েছে, ওই বন্দুকধারীর বয়স প্রায় ২০ বছর। পরনে ছিল বিস্ফোরক বোঝাই বেল্ট।

আইএস জঙ্গি দলের সঙ্গে জড়িত ইসলামিক স্টেট-বাহরাইন স্টেট হামলার দায় স্বীকার করেছে। এক ইশতেহারে তারা বলেছে, সুগহা আল দোসারি নামে তাদের এক যোদ্ধা ওই হামলা চালিয়েছে ও নিহত হয়েছে।

এর আগে গত বছর আশুরার সময় এক বন্দুকধারী গুলি করে শিশুসহ সাতজনকে হত্যা করে। তারা সবাই শিয়া সম্প্রদায়ের। স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে, এই ঘটনায় আইএস জঙ্গিরা জড়িত থাকতে পারে।

জেডএইচ/এমএস