করোনায় প্রথম মৃত্যু মালদ্বীপে
মালদ্বীপে করোনায় আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে এটাই প্রথম মৃত্যুর ঘটনা। দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, রাজধানী মালেতে করোনায় আক্রান্ত হয়ে ৮৩ বছর বয়সী এক নারীর মৃত্যু হয়েছে।
মালদ্বীপে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ২৭৮। দেশটিতে ইতোমধ্যেই চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে উঠেছে ১৭ জন। মালদ্বীপে করোনার অ্যাক্টিভ কেস ২৬০টি। অপরদিকে আশঙ্কাজনক অবস্থায় রয়েছে দু'জন।
এদিকে, যুদ্ধ-বিধ্বস্ত ইয়েমেনেও করোনায় আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা ঘটেছে। দেশটিতে প্রথমবারের মতো করোনায় আক্রান্ত হয়ে দু'জন মারা গেছে।
দেশটিতে সংঘাতের কারণে ইতোমধ্যেই কয়েক লাখ মানুষ ভয়াবহ দুর্ভিক্ষ ও চিকিৎসার অভাবে দিন কাটাচ্ছে। এর মধ্যে করোনার প্রকোপ ছড়িয়ে পড়লে সেখানকার পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে বলে সতর্ক করেছে জাতিসংঘ।
এর আগে দেশটিতে করোনায় আক্রান্তের সংখ্যা ছিল মাত্র এক। বর্তমানে পাঁচজন করোনায় আক্রান্ত হয়েছে বলে খবর পাওয়া গেছে।
৩১ ডিসেম্বর চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রাদুর্ভাব হওয়া এই প্রাণঘাতী ভাইরাস এখন বিশ্বের ২১০টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে।
এখন পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছে ৩২ লাখ ২১ হাজার ২৯ জন। করোনায় প্রাণ হারিয়েছে ২ লাখ ২৮ হাজার ২৫২ জন। অপরদিকে, করোনা থেকে সুস্থ হয়ে উঠেছে ১ লাখ ৫ হাজার ৭৯ জন।
করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। এরপরেই রয়েছে, স্পেন, ইতালি, ফ্রান্স, যুক্তরাজ্য, জার্মানি, তুরস্ক, রাশিয়া, ইরান এবং চীন।
টিটিএন/এমএস