ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

সমাধান নেই, ব্যবসাপ্রতিষ্ঠান খুলে দিচ্ছে ইরান

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১১:৪৬ এএম, ৩০ এপ্রিল ২০২০

মহামারি করোনাভাইরাস (কোভিড-১৯) সংকটের শেষ দেখছে না ইরান। এই অবস্থায় সব ব্যবসাপ্রতিষ্ঠান খুলে দেয়ার পরিকল্পনা নিয়েছে দেশটি। বুধবার ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি এই ঘোষণা দিয়েছেন।

গত ২৪ ঘণ্টায় ইরানে নতুন করে আরও ৮০ জন মারা গেছেন করোনায়। এনিয়ে দেশটিতে করোনায় মৃতের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৯৫৭ জনে। আক্রান্ত হয়েছেন ৯৩ হাজার ৬৫৭ জন।

বুধবার মন্ত্রিসভায় ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বলেছেন, এই ভাইরাসের শেষ কবে তার কোনো নিশ্চয়তা নেই। তাই আমরা কাজের জন্য প্রস্তুতি নিচ্ছি। তিনি বলেন, আমাদের সব ধরনের স্বাস্থ্য নির্দেশনা মেনে চলতে হবে। তবে (করোনাভাইরাস থেকে বেঁচে থাকতে) সাবধানতা অবলম্বনের যতটা গুরুত্ব রয়েছে, ঠিক ততটা গুরুত্ব রয়েছে কাজে ফিরে যাওয়ার ও উৎপাদন বাড়ানোর।

বুধবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র কিয়ানুশ জাহানপৌর সংবাদ সম্মেলনে জানান, গত ২৪ ঘণ্টায় ইরানে নতুন করে আরও ৮০ জনের মৃত্যু হয়েছে করোনায়। এবং মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৯৫৭ জনে। এছাড়া নতুন করে আক্রান্ত হয়েছেন আরও এক হাজার ৭৩ জন। স্বাস্থ্য মন্ত্রণালয়ের এমন ঘোষণার পর সব ব্যবসাপ্রতিষ্ঠান খুলে দেয়ার কথা বলেন প্রেসিডেন্ট হাসান রুহানি।

গত ১৯ ফেব্রুয়ারি ইরানের কোম শহরে প্রথম দুইজন মারা যান করোনাভাইরাসে। এরপর থেকে করোনার সঙ্গে যুদ্ধ করে আসছে দেশটি। তবে করোনাভাইরাসে দেশটিতে এ পর্যন্ত প্রকৃত কতজন মারা গেছে তা নিয়ে দ্বিমত রয়েছে। ধারণা করা হয়, ইরানের সরকারি হিসাব থেকে করোনায় মৃতের সংখ্যা আরও অনেক বেশি।

করোনা সংক্রমণ এড়াতে মার্চের মাঝামাঝি বেশিরভাগ ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করে দেয় ইরান। তবে ১১ এপ্রিলের পর থেকে বেশি কিছু প্রতিষ্ঠান খুলতে শুরু করেছে। এই অবস্থায় বুধবার সব ব্যবসাপ্রতিষ্ঠান খুলে দেয়ার কথা জানালেন প্রেসিডেন্ট হাসান রুহানি।

সূত্র : এএফপি

এসআর/জেআইএম