আমিরাতে করোনায় আরও ৯ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ৫৪৯
সংযুক্ত আরব আমিরাতে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ৫৪৯ জন। এই সময়ে মারা গেছেন ৯ জন এবং সুস্থ হয়ে উঠেছেন ১৪৮ জন।
বুধবার (২৯ এপ্রিল) দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, আমিরাতে সর্বমোট আক্রান্ত হয়েছেন ১১ হাজার ৯২৯ জন, মোট মারা গেছেন ৯৮ জন এবং সুস্থ হয়ে উঠেছেন দুই হাজার ৩২৯ জন।
এদিকে আমিরাতে এ পর্যন্ত করোনা পরীক্ষা করা হয়েছে ১০ লাখেরও বেশি মানুষের। করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সর্বাত্মক চেষ্টা চালানো হচ্ছে। ইতোমধ্যে দেশব্যাপী জীবাণুনাশক স্প্রে অব্যাহত রয়েছে।
পবিত্র মাহে রমজানে রাত ১০টা থেকে সকাল ৬টা পর্যন্ত জনসাধারণের বাইরে যাওয়া নিষিদ্ধ রয়েছে।
করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সর্বশেষ তথ্য প্রতিমুহূর্তে হালানাগাদ করছে ওয়ার্ল্ডোমিটারস ডট ইনফো। তাদের তথ্যমতে, এ পর্যন্ত পুরো বিশ্বে মৃত্যু হয়েছে দুই লাখ ১৭ হাজার ৫৫৫ জনের। আর আক্রান্ত ৩১ লাখ ২৬ হাজারের বেশি।
বিএ