ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

করোনায় ক্ষতিগ্রস্তদের অর্থ সহায়তা চালু করলো মালাউই

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০৩:৫২ পিএম, ২৯ এপ্রিল ২০২০

করোনাভাইরাস মহামারিতে ক্ষতিগ্রস্ত ১০ লাখ মানুষের সহায়তায় জরুরি অর্থ হস্তান্তর কর্মসূচি চালু করেছে আফ্রিকার অন্যতম দারিদ্র্যপীড়িত দেশ মালাউই। এ কর্মসূচির আওতায় প্রতিটি পরিবারকে মাসে ৩৫ হাজার মালাউই কোয়াচা (৪০ মার্কিন ডলার) দেয়া হবে।

বৃহস্পতিবার দেশটির প্রেসিডেন্ট পিটার মুথারিকা জানিয়েছেন, মালাউই সরকারের নির্ধারিত সর্বনিম্ন মজুরির সঙ্গে সামঞ্জস্য রেখে এ অর্থসহায়তা নির্ধারণ করা হয়েছে। সহায়তাপ্রাপ্তিতে যোগ্য ব্যক্তিদের কাছে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অর্থ হস্তান্তর করা হবে।

রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া এক ভাষণে তিনি বলেন, ‘এতে জীবিকা নির্বাহ সহজ হবে।’ তবে কতদিন ধরে এ কার্যক্রম চলবে তা জানাননি মালাউই প্রেসিডেন্ট।

পূর্ব আফ্রিকার দেশটিতে এ পর্যন্ত ৩৬ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে, মারা গেছেন তিনজন। তবে করোনা মহামারি শুরুর অনেক আগে থেকেই ব্যাপক অর্থনৈতিক দুর্দশায় ভুগছে মালাউই। জীবনযাত্রার মান নেমে যাওয়ায় সামাজিক অস্থিরতা দেখা দিয়েছে সেখানে।

মালাউইর করোনা সংকট মোকাবিলায় গত সপ্তাহে ৩৭ মিলিয়ন ডলারের সহায়তা প্যাকেজ অনুমোদন করেছে বিশ্ব ব্যাংক। তবে মহামারি নিয়ন্ত্রণের ক্ষেত্রে ব্যক্তিগত স্বার্থকে অগ্রাধিকার দেয়ার দায়ে প্রেসিডেন্ট মুথারিকাকে অভিযুক্ত করেছে বিরোধী দল ও মানবাধিকার সংগঠনগুলো।

গত সপ্তাহে করোনা নিয়ন্ত্রণে জারি করা ২১ দিনের লকডাউনের ওপর সাময়িক স্থগিতাদেশ দিয়েছে দেশটির হাইকোর্ট। দরিদ্র ও অরক্ষিত সম্প্রদায়ের সুরক্ষায় আরও জোরদার পদক্ষেপ জরুরি বলে মন্তব্য করেছেন আদালত।

সূত্র: আল জাজিরা

কেএএ/জেআইএম