ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

ব্রিটেনে করোনায় আরও ৫৮৬ মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১১:৩৫ পিএম, ২৮ এপ্রিল ২০২০

মহামারি নভেল করোনাভাইরাস সংক্রমিত কোভিড-১৯ রোগে আক্রান্ত আরও ৫৮৬ জন মারা গেছে। এ নিয়ে দেশটিতে করোনায় মৃতের সংখ্যা এখন ২১ হাজার ৬৭৮ জন। ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক আজ এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানিয়েছেন। খবর গার্ডিয়ান অনলাইন।

করোনাভাইরাস নিয়ে ব্রিটিশ সরকারের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক বলেন, সরকার এখন থেকে প্রতিদিন করোনায় কেয়ার হোম ও কমিউনিটিতে মৃতের সংখ্যা জানাবে। প্রসঙ্গত, এতদিন ধরে দেশটি শুধু করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃতের সংখ্যা জানাচ্ছিল।

করোনাভাইরাস নিয়ে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে ক্রমবর্ধমান সমালোচনার মধ্যে এমন সিদ্ধান্তের কথা জানালেন স্বাস্থ্যমন্ত্রী হ্যানকক। শুধু হাসপাতালে মৃতের সংখ্যা জানানোর ফলে এতদিন মহামারি করোনায় গোটা যুক্তরাজ্যে মৃতের প্রকৃত সংখ্যা সম্পর্কে জানা যাচ্ছিল না।

স্বাস্থ্যমন্ত্রী হ্যানকক বলেন, এখন পর্যন্ত যুক্তরাজ্যে করোনায় যত মানুষের প্রাণহানি হয়েছে এর ছয়ভাগের একভাগের মৃত্যু হয়েছে কেয়ার হোমগুলোতে। তবে যুক্তরাজ্যের জাতীয় পরিসংখ্যান ব্যুরো থেকে দেওয়া হিসাব অনুযায়ী, মোট মৃতের মধ্যে ৭০ শতাংশই হাসপাতালে মারা গেছেন।

যুক্তরাজ্যে করোনার প্রাদুর্ভাব শুরুর পর এখন পর্যন্ত ১ লাখ ৫৭ হাজারের বেশি মানুষ কোভিড-১৯ রোগে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। দেশটিতে সম্প্রতি করোনায় মৃত্যুর হার কমতে শুরু করে। তবে গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় মৃত্যুর সংখ্যা বেড়েছে; যা আশঙ্কাজনক।

এসএ