ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

করোনায় নিউইয়র্কে ৩৭ পুলিশের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০৮:৪৭ এএম, ২৭ এপ্রিল ২০২০

করোনায় আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যে আরও দুই পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। ওই অঙ্গরাজ্যে এখন পর্যন্ত ৩৭ পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।

নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের করোনাভাইরাস সম্পর্কিত প্রতিদিনকার রিপোর্টে আরও দুই পুলিশ সদস্যের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

সম্প্রতি করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হওয়া দুই পুলিশ সদস্য নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের ট্রান্সপোর্টেশন ব্যুরোর। এর মধ্যে একজন জোসফিন হিল। তিনি ছিলেন সহযোগী প্রশাসনিক প্রধান।

ওই কর্মকর্তা নিউইয়র্ক পুলিশে ৩৩ বছর ধরে কর্মরত ছিলেন। অপরদিকে মোহাম্মদ আহসান নামের অপর কর্মকর্তা নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টে প্রায় ১৫ বছর ধরে কর্মরত ছিলেন।

এখন পর্যন্ত বিশ্বের ২১০টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। করোনায় আক্রান্ত ও মৃত্যুর শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। আক্রান্ত ও মৃত্যুতে যুক্তরাষ্ট্রের ধারে কাছে নেই কোনো দেশ।

যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যেই হানা দিয়েছে করোনা। তবে সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যুর ঘটনা ঘটেছে নিউইয়র্ক অঙ্গরাজ্যে। যুক্তরাষ্ট্রে যত মানুষের মৃত্যু হয়েছে তার মধ্যে অধিকাংশই নিউইয়র্ক অঙ্গরাজ্যের।

এদিকে, নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের ৩ হাজার ৫৩০ সদস্য ইতোমধ্যেই করোনা থেকে সুস্থ হয়ে কাজে ফিরেছেন। অপরদিকে ৯৫৩ জন পোশাকধারী সদস্য এবং ৩১৭ জন বেসামরিক সদস্য এখনও অসুস্থ।

নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত তাদের ৪ হাজার ৮৩৭ জন পুলিশ সদস্য প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে।

টিটিএন/জেআইএম