ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

মালয়েশিয়ায় করোনা রোগীর সংখ্যা বেড়ে ৫৭৮০

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০৮:৫৯ পিএম, ২৬ এপ্রিল ২০২০

মালয়েশিয়ায় গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩৮ জনের শরীরে শনাক্ত হয়েছে নভেল করোনাভাইরাস। এ নিয়ে সেখানে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ৭৮০ জন।

রোববার মালয়েশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশটিতে আর কোনও করোনা রোগী মারা যাননি। ফলে মৃতের সংখ্যা ৯৮ জনই রয়েছে।

এর আগে, শনিবার মালয়েশিয়ায় ৫১ জন নতুন রোগী ও দুইজনের মৃত্যুর কথা জানিয়েছিল কর্তৃপক্ষ। এদিন মৃত দুজনই পুরনো অসুখে ভুগছিলেন বলে জানান দেশটির স্বাস্থ্য বিভাগের মহাপরিচালক ডা. নুর হিশাম আব্দুল্লাহ।

করোনা মহামারি নিয়ন্ত্রণে টানা পাঁচ সপ্তাহের বেশি লকডাউন চলছে মালয়েশিয়ায়। সম্প্রতি লকডাউনের সময়সীমা আগামী ১২ মে পর্যন্ত বাড়ানোর ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসসিন।

সূত্র: রয়টার্স

কেএএ/জেআইএম