করোনাযুদ্ধে জয়ের পথে স্পেন, এক মাসে সর্বনিম্ন মৃত্যুর রেকর্ড
করোনা মহামারি অভিশাপ ধীরে ধীরে কাটতে শুরু করেছে মৃত্যুপুরী স্পেনে। গত ২৪ ঘণ্টায় সেখানে মারা গেছেন আরও ২৮৮ জন। আপাতদৃষ্টিতে সংখ্যাটি যথেষ্ট বড় হলেও এটাই দেশটিতে গত একমাসের মধ্যে একদিনে সর্বনিম্ন মৃত্যুর ঘটনা।
রোববার স্পেনের স্বাস্থ্য মন্ত্রণায়লয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশটিতে মোট প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৩ হাজার ১৯০ জন।
শনিবারও সেখানে ৩৭৮ জনের প্রাণহানির কথা জানিয়েছিল কর্তৃপক্ষ। এর আগের দিন মারা গিয়েছিলেন অন্তত ৩৬৭ জন।
ইউরোপের দেশটিতে গত ২৪ ঘণ্টায় নতুন রোগী শনাক্ত হয়েছেন ১ হাজার ৭২৯ জন। এ নিয়ে সেখানে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৭ হাজার ৬৩৪ জন। আক্রান্তদের মধ্যে ৯৫ হাজারেরও বেশি মানুষ সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।
স্পেনে লকডাউন শিথিল করার পর ইতোমধ্যেই বেশ কিছু প্রতিষ্ঠান ও কল-কারখানা চালু করা হয়েছে। অর্থনীতির চাকা সচল করতে আগামী মাস থেকে নিষেধাজ্ঞা আরও শিথিল করার ঘোষণা দিয়েছে দেশটির সরকার।
সূত্র: রয়টার্স
কেএএ/জেআইএম