জার্মানিতে করোনায় আক্রান্ত দেড় লাখ ছাড়িয়েছে
জার্মানিতে করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়ছেই। দেশটিতে নতুন করে আরও ১ হাজার ৭৩৭ জন প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। ওয়ার্ল্ডওমিটারের তথ্য অনুযায়ী, দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ১ লাখ ৫৬ হাজার ৫১৩।
অপরদিকে দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ৫ হাজার ৮৭৭ জন। তবে ইতোমধ্যেই সুস্থ হয়ে উঠেছে ১ লাখ ৯ হাজার ৮শ জন।
দেশটিতে এখন পর্যন্ত অ্যাক্টিভ কেস ৪০ হাজার ৮৩৬টি। তবে এখন পর্যন্ত ২ হাজার ৫৭০ জনের অবস্থা আশঙ্কাজনক। তারা চিকিৎসাধীন রয়েছে।
জার্মানির সংক্রামক রোগ বিষয়ক সংস্থা রবার্ট কোচ ইন্সটিটিউট জানিয়েছে, দেশটিতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে, ১ হাজার ৭৩৭ জন এবং নতুন করে মারা গেছে ১৪০ জন।
২৫ তারিখের হিসাব অনুযায়ী, দেশটিতে নতুন করে আক্রান্তের সংখ্যা ১ হাজার ৫১৪ জন এবং নতুন করে মারা গেছে ১১৭ জন।
২৪ তারিখের হিসাব অনুযায়ী, দেশটিতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে ১ হাজার ৮৭০ জন। অপরদিকে নতুন করে মারা গেছে ১৮৫ জন।
টিটিএন/জেআইএম