ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

সিঙ্গাপুরে নতুন আক্রান্ত ৯৩১, অধিকাংশই অভিবাসী শ্রমিক

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০২:২৪ পিএম, ২৬ এপ্রিল ২০২০

সিঙ্গাপুরে নতুন করে আরও ৯৩১ জন প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। ফলে দেশটিতে এখন পর্যন্ত করোনায় মোট আক্রান্তের সংখ্যা ১৩ হাজার ৬২৪।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় রোববার এক বিবৃতিতে জানিয়েছে, এখন পর্যন্ত মোট ১২ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে। অপরদিকে, ইতোমধ্যেই করোনা থেকে সুস্থ হয়ে উঠেছে ১ হাজার দু'জন।

২৫ তারিখের হিসাব অনুযায়ী, দেশটিতে নতুন করে আক্রান্তের সংখ্যা ৬১৮। তবে নতুন করে কারো মৃত্যুর খবর পাওয়া যায়নি।

তার আগের দিনের হিসাব অনুযায়ী, নতুন করে প্রাণঘাতী করোনায় আক্রান্তের সংখ্যা ৮৯৭। তবে এদিনও নতুন করে কোনো মৃত্যু হয়নি।

jagonews24

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে যে, শনিবার নতুন করে আক্রান্তদের মধ্যে অধিকাংশই ডরমিটরিতে থাকা অভিবাসী শ্রমিক। অপরদিকে, নতুন আক্রান্তদের মধ্যে ১৫ জন স্থানীয় বাসিন্দা।

দেশটিতে ৫৭ লাখ মানুষের বসবাস। সরকারি হিসাব অনুযায়ী, এশিয়ায় করোনায় আক্রান্তের সংখ্যায় শীর্ষে রয়েছে সিঙ্গাপুর। প্রথমদিকে সেখানে আক্রান্তের সংখ্যা কম থাকলেও সময়ের সঙ্গে সঙ্গে আক্রান্তের সংখ্যা বাড়ছেই।

টিটিএন/এমকেএইচ