ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

মালয়েশিয়ায় মৃতের সংখ্যা বেড়ে ৯৬, আক্রান্ত ৫৬৯১

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০৪:০১ পিএম, ২৪ এপ্রিল ২০২০

মালয়েশিয়ায় করোনার প্রকোপ কমার হার অব্যাহত রয়েছে। টানা পাঁচদিন ধরে সেখানে নতুন রোগী শনাক্ত হয়েছেন একশ’রও নিচে।

শুক্রবার মালয়েশিয়ার স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন রোগী শনাক্ত হয়েছেন ৮৮ জন, আর মারা গেছেন একজন।

এ নিয়ে সেখানে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ৬৯১ জন এবং মৃত্যু হয়েছে ৯৬ জনের।

এদিকে, মালয়েশিয়ায় করোনা আক্রান্ত রোগীদের অর্ধেকের বেশিই সুস্থ হয়ে উঠেছেন বলে জানিয়েছেন মালয়েশীয় পররাষ্ট্রমন্ত্রী হিশামুদ্দিন হুসেইন। তার দেয়া তথ্যমতে, বৃহস্পতিবার পর্যন্ত মালয়েশিয়ায় করোনা আক্রান্তদের মধ্যে ৩ হাজার ৪৫২ জন সুস্থ হয়ে উঠেছেন।

এছাড়া, দেশটিতে করোনায় আক্রান্তের হার মাত্র ১ দশমিক ৬ শতাংশ বলেও জানান তিনি।

সূত্র: রয়টার্স

কেএএ/পিআর