ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

সিঙ্গাপুরে একদিনে আক্রান্ত আরও ৮৯৭, মোট ১২ হাজার পার

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০৩:০৮ পিএম, ২৪ এপ্রিল ২০২০

সপ্তাহ দুয়েক ধরে সিঙ্গাপুরে হু হু করে বাড়ছে করোনার সংক্রমণ। শুরুর দিকে মহামারি নিয়ন্ত্রণে দারুণ সফলতা দেখালেও গত কয়েকদিনে সেই বাঁধ অনেকটাই ভেঙে পড়েছে। প্রথম এক মাসে যেখানে তাদের করোনা রোগী শনাক্ত হয়েছিল একশ’রও কম, ইতোমধ্যেই সেই সংখ্যা ১২ হাজার ছাড়িয়ে গেছে।

শুক্রবার সিঙ্গাপুরের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে (এমওএইচ), গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে ৮৯৭ জনের শরীরে পাওয়া গেছে প্রাণঘাতী করোনাভাইরাস। এ নিয়ে সেখানে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১২ হাজার ৭৫ জন।

গত পাঁচদিনের মধ্যে আজই প্রথম নতুন রোগীর সংখ্যা এক হাজারের নিচে নামল।

আজও নতুন শনাক্ত রোগীদের মধ্যে সিংহভাগই ডরমিটরিতে বসবাসকারী অভিবাসী শ্রমিক। এদিন মাত্র ১৩ জন সিঙ্গাপুরিয়ান ও স্থায়ী অধিবাসীর শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে।

এর আগে, বৃহস্পতিবার শনাক্ত নতুন রোগীদের মধ্যে ৯৮২ জনই ছিলেন ডরমিটরিতে বসবাসকারী অভিবাসী, ২৫ জনের সম্প্রদায় ভিত্তিক সংক্রমণ ৩০ জন ডরমিটরির বাইরে বসবাসকারী।

সূত্র: দ্য স্ট্রেইট টাইমস

কেএএ/পিআর