ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

ঈদে গ্রামে ফেরা ঠেকাতে পৌনে ২ লাখ সেনা-পুলিশ নামাচ্ছে ইন্দোনেশিয়া

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০৭:৫৩ পিএম, ২৩ এপ্রিল ২০২০

করোনাভাইরাস মহামারির কারণে আগেই দেশজুড়ে ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছে ইন্দোনেশিয়া। এবার আসন্ন ঈদের ছুটিতে মানুষজনের গ্রামে ফেরা আটকাতে ১ লাখ ৭৫ হাজার সেনা, পুলিশ ও অন্যান্য নিরাপত্তা বাহিনীর সদস্য মোতায়েন করছে দেশটি।

বৃহস্পতিবার ইন্দোনেশীয় পুলিশ বাহিনীর মুখপাত্র হাইকমিশনার আসিপ আদি সাপুত্রা জানান, আগামী ২৪ এপ্রিল থেকে শুরু হয়ে ৩১ মে পর্যন্ত চলবে এ সুরক্ষা অভিযান।

গত সপ্তাহেই পবিত্র রমজান মাস ও ঈদ উপলক্ষে ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করেছে বিশ্বের বৃহত্তম মুসলিম জনগোষ্ঠীর দেশ ইন্দোনেশিয়া। এবার সেই নির্দেশনা কার্যকর করতে মাঠে নামছে বিপুল সংখ্যক নিরাপত্তাকর্মী। ইতোমধ্যেই রাজধানী জাকার্তার চারদিকে অন্তত ১৯টি চেকপয়েন্ট বসিয়েছে নিরাপত্তা বাহিনী।

জাকার্তার বেশ কিছু অঞ্চলকে করোনা সংক্রমণের কারণে ‘রেড জোন’ ঘোষণা করেছে স্থানীয় কর্তৃপক্ষ। সেখানে কড়াকড়ির পরিমাণ আরও বেশি।

জনস হপকিন্স ইউনিভার্সিটির তথ্যমতে, ইন্দোনেশিয়ায় এ পর্যন্ত অন্তত ৭ হাজার ৭৭৫ জনের শরীরে ধরা পড়েছে নভেল করোনাভাইরাস। মারা গেছেন ৬৪৭ জন। আর সুস্থ হয়ে উঠেছেন প্রায় এক হাজার রোগী।

সূত্র: সিএনএন

কেএএ/পিআর