ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

মাস্ক পরা বাধ্যতামূলক হচ্ছে জার্মানিতে

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১০:২৩ পিএম, ২২ এপ্রিল ২০২০

করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে জার্মানির সব কয়টি রাজ্যেই মাস্ক পরা বাধ্যতামূলক হচ্ছে। বেশ কয়েকটি রাজ্য আগেই এ নির্দেশনা দিলেও এ তালিকায় সবশেষ যুক্ত হচ্ছে ব্রেমেন। প্রথমে না করলেও আগামী শুক্রবারই রাজ্যটির সিনেট মাস্ক পরার নিয়ম পাস করতে চলেছে।

গত সোমবার থেকেই জার্মানির বেশিরভাগ রাজ্যে মাস্ক পরার এ নির্দেশনা জারি হয়েছে। এছাড়া, গত সপ্তাহে লকডাউন শিথিলের ঘোষণার সময়ই মাস্ক পরার বিষয়ে সবাইকে অনুরোধ জানিয়েছিলেন জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মেরকেল।

নতুন নির্দেশনা অনুসারে গোটা জার্মানিতেই গণপরিবহনে মাস্ক পরা বাধ্যতামূলক হচ্ছে। শুধু বার্লিন বাদে সব শহরে শপিংমলেও বাধ্যতামূলক মাস্ক পরতে হবে।

jagonews24

ইতোমধ্যেই মেকলেনবার্গ রাজ্য ঘোষণা করেছে, সেখানে মাস্ক ছাড়া কেউ গণপরিবহনে উঠলে ২৫ ইউরো জরিমানা গুনতে হবে। বাকি ১৫টি রাজ্যও জরিমানা ঘোষণা করবে শিগগিরই।

যদিও ঠিক কী ধরনের মাস্ক পরতে হবে সে বিষয়ে চূড়ান্ত কোনো নির্দেশনা দেয়া হয়নি। তবে, জার্মান প্রধানমন্ত্রী উইনফ্রেদ ক্রেৎচমান জানিয়েছেন, মেডিকেল মাস্ক স্বাস্থ্যকর্মীদের জন্য বরাদ্দ থাকবে। বাকিদের জন্য রাস্তায় স্কার্ফ বা কাপড়ের মাস্কই যথেষ্ট।

জার্মানির রবার্ট কশ ইনস্টিটিউট এ পর্যন্ত দেশটিতে ১ লাখ ৪৫ হাজার ৬৯৪ জন আক্রান্ত ও ৪ হাজার ৮৭৯ জনের মৃত্যু নিশ্চিত করেছে। তবে যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স ইউনিভার্সিটির তথ্যমতে, জার্মানিতে এ পর্যন্ত করোনায় ৫ হাজার ১১৭ জনের মৃত্যু হয়েছে।

সূত্র: বিবিসি
কেএএ/