ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

যুক্তরাজ্যে আরও ৭৬৩ মৃত্যু, ছাড়াল ১৮ হাজার

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০৮:৫৯ পিএম, ২২ এপ্রিল ২০২০

যুক্তরাজ্যে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস প্রাণ কেড়েছে আরও ৭৬৩ জনের। এ নিয়ে সেখানে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৮ হাজার ১০০ জন।

এদিন নতুন করে ৪ হাজার ৪৫১ জনের শরীরে শনাক্ত হয়েছে নভেল করোনাভাইরাস। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ১ লাখ ৩৩ হাজার ৪৯৫ জনে দাঁড়িয়েছে।

এর আগে, মঙ্গলবার ৮২৮ জনের প্রাণহানির কথা জানিয়েছিল যুক্তরাজ্য কর্তৃপক্ষ। তবে তার আগের দু’দিনে মৃত্যুর সংখ্যা কিছুটা কমই ছিল সেখানে। রোববার ৫৯৬ ও সোমবার ৪৪৯ জনের মৃত্যুর কথা জানিয়েছিল তারা।

এদিকে, এখন পর্যন্ত ইংল্যান্ডে করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে মৃত্যুবরণকারীর সংখ্যা দাঁড়িয়েছে ১৬ হাজার ২৭২ জন। এদের মধ্যে অন্তত ২৬ জনের (বয়স ৪৮ থেকে ৯৫) শরীরে কোনও পুরনো অসুখ ছিল না।

jagonews24

গত এক সপ্তাহ ধরেই ইংল্যান্ডে মৃত্যুহার অনেকটাই চড়া। গতকালও সেখানে ৭৭৮ জনের মৃত্যুর কথা জানা গিয়েছিল। গত সপ্তাহে ঠিক একই দিনে মারা গিয়েছিলেন ৬৫১ জন।

বুধবার স্কটল্যান্ডে হাসপাতালে মৃতের সংখ্যা এক হাজার ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় সেখানে মারা গেছেন অন্তত ৭৭ জন। এ নিয়ে তাদের মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৬২ জনে।

এছাড়া, ওয়েলসে মারা গেছেন আরও ১৫ জন। এ নিয়ে সেখানে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬২৪ জন।

সূত্র: দ্য সান

কেএএ/এমকেএইচ