মহামারিতে কার্বন নিঃসরণ কমাবে ৬ শতাংশ
করোনাভাইরাস মহামারির কারণে চলতি বছর বিশ্বব্যাপী কার্বন ডাই অক্সাইড নিঃসরণের হার কমবে অন্তত ছয় শতাংশ। দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে আগে কখনোই দূষণের হার এত বেশি কমতে দেখা যায়নি। বুধবার এ তথ্য জানিয়েছে বিশ্ব আবহাওয়া সংস্থা (ডব্লিউএমও)।
জেনেভায় এক অনলাইন ব্রিফিংয়ে সংস্থাটির মহাসচিব পেত্তেরি তালাস বলেন, ‘গ্রিনহাইস গ্যাস নিঃসরণের ওপর এই সংকটের (মহামারি) প্রভাব পড়েছে। আমাদের ধারণা, গণপরিবহন ও জ্বালানি শিল্পের উৎপাদন কমে যাওয়ায় এ বছর কার্বন নিঃসরণ ছয় শতাংশ কম হতে পারে।’
গত ৩১ ডিসেম্বর চীনের উহানে প্রথমবার শনাক্ত হয় নভেল করোনাভাইরাস। এরপর দ্রুতই বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে এই ভাইরাস। বৈশ্বিক এ মহামারির কারণে বেশিরভাগ দেশেই যান চলাচল, কলকারখানা বন্ধ করে দেয়া হয়েছে। ফলে প্রায় সবখানেই পরিবেশ দূষণ কমেছে আশ্চর্যজনক হারে।
জনস হপকিন্স ইউনিভার্সিটির তথ্যমতে, এ পর্যন্ত বিশ্বের অন্তত ১৮৫টি দেশে শনাক্ত হয়েছে নভেল করোনাভাইরাস। এতে আক্রান্ত হয়েছেন ২৫ লাখেরও বেশি মানুষ। মারা গেছেন অন্তত ১ লাখ ৭৮ হাজার ৩৭১ জন। আর সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন প্রায় সাত লাখ।
সূত্র: রয়টার্স
কেএএ/এমএস